Tuesday, August 24, 2010

হজে গিয়ে না ফিরলে হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নভেম্বরে শুরু হওয়া হজ পালন করতে গিয়ে যদি কোনো হজযাত্রী দেশে ফিরে না আসেন, তাহলে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গাদের অবৈধভাবে হজে গমন রোধে আয়োজিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবারই হজের সময় রোহিঙ্গারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করে। তারা বিদেশে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। তাই এবার যেন একই ঘটনা না ঘটে, সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট হজ এজেন্সিদের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এজেন্সিগুলোর মাধ্যমে যাঁরা হজ পালন করতে যাবেন, আগস্ট মাসের মধ্য তাঁদের একটি তথ্য ভান্ডার পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর কোনো এজেন্সি যদি তথ্য ভান্ডার জমা না দেয় তাহলে বোঝা যাবে তারা অসৎ উদ্দেশ্য নিয়ে হজযাত্রীদের পাঠাচ্ছে।
এবার বাংলাদেশ থেকে ৯৪ হাজার হজযাত্রী হজ করতে যাবেন। গতবার এ সংখ্যা ছিল ৫৬ হাজার।

No comments: