সময়: ৫০ মিনিট \ মান: ৫০
১. পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী?
ক. ভাষার শিক্ষা গ্রহণ খ. নিজের পরিচয় প্রকাশ
গ. মনের ব্যথা দূর করা
ঘ. মনের ভাব অপরকে জানানো
২. ‘আমরণ’ শব্দটি কোন সমাস?
ক. কর্মধারায় খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. তত্পুরুষ
৩. বাংলা ভাষার সবচেয়ে বড় গুণ কী?
ক. এই ভাষার সব ধ্বনি উচ্চারণের জন্য ১টি করে বর্ণ আছে খ. এই ভাষায় সহজ শব্দ আছে
গ. এই ভাষা উচ্চারণ খুবই সহজ
ঘ. এই ভাষা বলা সহজ
৪. ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. নিচয় খ. শবরী গ. জলদ ঘ. জলধি
৫. কোন ধরনের অনুবাদে অনেক সময় মূল বক্তব্য থেকে অনুবাদের সঙ্গতি রক্ষা হয় না?
ক. আক্ষরিক অনুবাদে খ. ভাবগত অনুবাদে
গ. আক্ষরিক ও ভাবগত অনুবাদে
ঘ. বিষয়গত অনুবাদে
৬. ভ্রমণ কাহিনী কোন ধরনের রচনা?
ক. চিন্তামূলক খ. বিবৃতিমূলক বা বর্ণনামূলক
গ. ঘটনামূলক ঘ. কাহিনীমূলক
৭. প্রবন্ধ কথাটির প্রত্যয়গত অর্থ কী?
ক. রচনা খ. কোনো বিষয় সম্পর্কে দেখা
গ. প্রকৃষ্ট বন্ধন ঘ. কোনো কিছুর অবতারণা করা
৮. ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক ঘ. গুণবাচক
৯. কোনটি তদ্ধিত প্রত্যয়ের শ্রেণীবিভাগ?
ক. তত্সম, বাংলা ও বিদেশি খ. তত্সম ও বাংলা
গ. তত্সম, তদ্ভব ও দেশি
ঘ. তদ্ভব, অর্ধতত্সম ও বিদেশি
১০. কোনটি সমীভবনের উদাহরণ?
ক. রিকশা>রিস্কা খ. লাবু>লাউ
গ. সুবর্ণ>স্বর্ণ ঘ. জন্ম>জম্ম
১১. ভাব সম্প্রসারণ অর্থ—
ক. ভাবের বিস্তৃতি খ. ভাবের সংক্ষেপণ
গ. ভাবের বিমুক্তি ঘ. ভাবের উদ্ধৃতি
১২. ‘পাঞ্জাবি’ শব্দটি অর্থের দিক থেকে কোন শ্রেণীর?
ক. রূঢ়ি শব্দ খ. যোগরূঢ় শব্দ
গ. সাধিত শব্দ ঘ. মৌলিক শব্দ
১৩. Example is better than precept-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. গরু মেরে জুতো দান খ. উদাহরণ বেশ ভালো
গ. উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়
ঘ. উপদেশ উদাহরণের চেয়ে ভালো
১৪. ‘তবক’ শব্দের অর্থ কী?
ক. অনুভূতি খ. পীত গ. অবহেলা ঘ. বোঁটা
১৫. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
ক. ভাষার শৃঙ্খলা খ. ভাষার উন্নতি
গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা ঘ. ভাষার বিশ্লেষণ
১৬. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৭. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তত্সম খ. তদ্ভব গ. অর্ধ-তত্সম ঘ. দেশি
১৮. ‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সুব+অন্ত খ. সুপ্+অন্ত গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত
১৯. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
ক. কুলিনী খ. মেয়ে কুলী গ. মজুরনী ঘ. কামিন
২০. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. প্র খ. অঘা গ. পাতি ঘ. সম
২১. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. আব খ. অনু গ. অব ঘ. অতি
২২. তত্সম উপসর্গ কোনটি?
ক. অজ খ. গর গ. পরা ঘ. পাতি
২৩. ‘শান্তি’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. শান্ত+ঈ খ. শাম+তি গ. শম্+ক্তি ঘ. শম্+ত্তি
২৪. ‘হরতাল’-কোন ভাষার শব্দ?
ক. পাঞ্জাবি খ. জাপানি গ. তুর্কি ঘ. গুজরাটি
২৫. কোনটি উপসর্গযোগে গঠিত সাধিত শব্দ?
ক. গায়ক খ. গরমিল গ. নাবিক ঘ. রাজপুত
২৬. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি খ. যৌগিক শব্দ গ. মৌলিক ঘ. যোগরূঢ়
২৭. ‘ইতর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. ভদ্র খ. শত্রু গ. সুন্দর ঘ. চতুর
২৮. বাংলা সনের দ্বিতীয় মাস কোনটি?
ক. জ্যোষ্ঠ খ. জ্যেষ্ঠ গ. জ্যৈষ্ঠ ঘ. জেষ্ঠ
২৯. আলস্য, বিলাসিতা, পরশ্রীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?
ক. জাতিবাচক খ. ভাববাচক
গ. গুণবাচক ঘ. সমষ্টিবাচক
৩০. মূলের ভাব সম্প্রসারণে কিসের সাহায্য নিতে হয়?
ক. যুক্তি ও বিচার বুদ্ধির খ. আবেগের
গ. ভাষাজ্ঞানের ঘ. প্রেরণার
৩১. কোনটিতে দৃষ্টান্ত অবশ্যই থাকতে হয়?
ক. সারাংশ, সারমর্ম গ. রচনা ঘ. ভাব সম্প্রসারণ
৩২. ভাব সম্প্রসারণে কোনটি আশা করা যায়?
ক. বাহুল্য কথা খ. অত্যাবশ্যকীয় দৈর্ঘ্য
গ. অনাবশ্যকীয় স্বল্পতা ঘ. অযৌক্তিক উপমা
৩৩. ‘শাবক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শা+বক খ. শৌ+বক গ. শৌ+অক ঘ. শা+অক
৩৪. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. ছয় প্রকার
৩৫. ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ কোন ধরনের রচনা?
ক. চিন্তামূলক খ. তথ্যমূলক
গ. বিবৃতিমূলক ঘ. ঐতিহাসিক
৩৬. ‘Architect’-এর সঠিক বাংলা কোনটি?
ক. কারুশিল্পী খ. প্রকৌশলী গ. নির্মাতা ঘ. স্থপতি
৩৭. বাক্যে অর্থ সঙ্গতি রক্ষাকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. উদ্দেশ্য গ. আসত্তি ঘ. যোগ্যতা
৩৮. ব্যাঞ্জনবর্ণ কতটি?
ক. ৩৭টি খ. ৩৯টি গ. ৩৮টি ঘ. ৪০টি
৩৯. ডাকযোগে পুস্তক প্রেরণের জন্য কার বরাবরে পত্র পাঠাতে হয়?
ক. পুস্তক লেখকের
খ. প্রকাশনা প্রতিষ্ঠানের মালিকের
গ. পুস্তক প্রকাশকের ঘ. পুস্তক বিক্রেতার
৪০. প্রবন্ধে কোন ভাষা রীতি অনুসরণীয়?
ক. সাধুরীতি খ. চলিত রীতি
গ. সাধু বা চলিতের যেকোনো একটি
ঘ. আঞ্চলিক রীতি
৪১. কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
ক. ক, খ খ. ঙ, ঞ গ. ং, ঁঘ. হ, শ
৪২. ‘পুস্তিকা’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়?
ক. ক্ষুদ্রার্থে খ. বৃহদার্থে গ. লিঙ্গ অর্থে ঘ. বিশেষ অর্থে
৪৩. ‘মহিমা’ শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহি+ইমা
গ. মহিম+আ ঘ. মহা+ইমা
৪৪. ‘তিরোধান’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বর্তমান খ. অবস্থান গ. আবির্ভাব ঘ. ধ্বংস
৪৫. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’ এখানে ‘ফুলের’ শব্দটি কোন কারকে কোন বিজ্ঞপ্তি?
ক. কর্মে ষষ্ঠী খ. অপাদানে ষষ্ঠী
গ. কর্তৃকারকে ষষ্ঠী ঘ. অধিকরণে ষষ্ঠী
৪৬. অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কী বলে?
ক. শব্দ খ. প্রকৃতি গ. প্রত্যয় ঘ. বাক্য
৪৭. ‘As you sow, so you reap’ এর সঠিক বাংলা কোনটি?
ক. যেমন কর্ম করবে তেমন ফল পাবে
খ. যেমন চাইবে, তেমন হবে
গ. যেমন নাচবে, তেমন গাইবে
ঘ. যেমন কর্ম, তেমন ফল
৪৮. বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক. ডাক বিভাগ খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয় ঘ. পোস্ট অফিস
৪৯. প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?
ক. চিঠির ডাক দিকে খ. খামের বাঁ দিকে
গ. খামের ডান দিকে গ. চিঠির বাঁ দিকে
৫০. সারাংশে কোনটি বর্জনীয়?
ক. মূলভাব খ. প্রদত্ত অনুচ্ছেদের শব্দ
গ. উপমা-অলংকার ঘ. সহজ শব্দ।
No comments:
Post a Comment