সাইবার অপরাধ দমনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার কলকাতায় উদ্বোধন করা হলো পশ্চিমবঙ্গের প্রথম সাইবার অপরাধ থানার। এটি নির্মাণ করা হয়েছে কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লাল বাজারে। গোয়েন্দা বিভাগের একতলা ভবনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এই সাইবার অপরাধ থানার। এই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তি, পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাস, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সমর ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সাইবার থানার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) দময়ন্তী সেন। কলকাতার ৪৮টি থানা এলাকার সাইবারসংক্রান্ত অপরাধসম্পর্কীয় অভিযোগ এখানে গ্রহণ করা হবে। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই থানা।
প্রসঙ্গত, এর আগে কলকাতা পুলিশ কলকাতায় সাইবার অপরাধ দমনের লক্ষ্যে একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে। সমপ্রতি রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়ে সাইবার থানা গড়ার উদ্যোগ নেয়।
No comments:
Post a Comment