মডেল টেস্ট-২ অংশ-৪
মেডিকেলে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ৪র্থ অংশ ছাপা হলো।
২০। কোন বিজ্ঞানী তড়িৎ আবেশ আবিষ্কার করেন? আবেশী চার্জ কাকে বলে?
(ক) বিজ্ঞানী স্টিফেন হকিন্স তড়িৎ আবেশ আবিষ্কার করেন। যে চার্জের প্রভাবে তড়িৎ আবেশ ঘটে তাকে বলে আবেশী চার্জ।
(খ) বিজ্ঞানী স্টিফেন গ্রে তড়িৎ আবেশ আবিষ্কার করেন। যে চার্জের প্রভাবে তড়িৎ আবেশ ঘটে তাকে বলে আবেশী চার্জ।
(গ) বিজ্ঞানী স্টিফেন এডওয়ার্ড তড়িৎ আবেশ আবিষ্কার করেন। যে চার্জের প্রভাবে তড়িৎ আবেশ ঘটে তাকে বলে আবেশী চার্জ।
(ঘ) বিজ্ঞানী উইলিয়াম হার্ভে তড়িৎ আবেশ আবিষ্কার করেন। যে চার্জের প্রভাবে চুম্বক আবেশ ঘটে তাকে বলে আবেশী চার্জ।
২১। কোনো পরিবাহীর বৈদ্যুতিক বিভব পরিবাহীতে দেওয়া চার্জের ওপর নির্ভর করে। চার্জ এবং বিভব পরস্পরের সমানুপাতিক—এই তথ্যটি সত্য, না মিথ্যা?
(ক) আংশিক সত্য (খ) সম্পূর্ণ সত্য
(গ) আংশিক মিথ্যা (ঘ) পুরোপুরি মিথ্যা
২২। কীভাবে ধারক গঠন করা হয়?
(ক) ধারক হলো এমন একটি যান্ত্রিক কৌশল যার সাহায্যে চার্জ জমানো যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(খ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ জমানো যায় না। পরস্পর হতে অনির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(গ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা চার্জ, ত্বরণ ও মন্দন জমানো যায় না। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা একজোড়া অপরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।
(ঘ) ধারক এমন একটি যান্ত্রিক কৌশল যার দ্বারা ত্বরণ, মন্দন ও বেগের অনুপাত জানা যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা দুইজোড়া পরিবাহী পদার্থ দ্বারা ধারক গঠন করা যায়।
২৩। ডাল্টনের পারমাণবিক মতবাদের সীমাবদ্ধতা কোনটি?
ডাল্টনের পারমানবিক মতবাদের সীমাবদ্ধতা নিচে দেওয়া হলো।
(ক) ডাল্টনের মতবাদে মৌলিক ও যৌগিক উভয় প্রকার পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলের ও যৌগের স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম অংশ হলো অণু।
(খ) একই মৌলের পরমাণুসমূহ একই ভরবিশিষ্ট হওয়া দরকার। কিন্তু আইসোটোপ আবিষ্কারের ফলে প্রমাণ হয় যে, একই মৌলের পরমাণুর ভর বিভিন্ন হতে পারে।
(গ) যেকোনো পরমাণু ক্ষুদ্রতর কতকগুলো কণিকার দ্বারা তৈরি এবং পরমাণুকে এই সব মূল কণিকায় বিভাজন করা সম্ভব।
(ঘ) ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন হবে।
মডেল টেস্ট-২: অংশ-৪ এর সঠিক উত্তর:
২০. খ, ২১. খ ২২. ক ২৩.ক, খ, গ, ঘ।
No comments:
Post a Comment