Monday, April 18, 2011

দুই পকেটমার

মফস্বলের এক বৈশাখী মেলা থেকে পকেট মারে তাজিন আহমেদ আর হুমায়রা হিমু। যে লোকের পকেট তারা মারে তার পকেট থেকে পাওয়া যায় একটি মানিব্যাগ আর একটি মোবাইল। মানিব্যাগে ছিল ওই লোকের একটি বাচ্চার ছবি। সে ছবি দেখে তাজিনের অতীতের কিছু ইতিহাস মনে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেয়, জিনিসপত্রগুলো ওই লোকের কাছে ফিরিয়ে দেবে। এমনি করে চলে নাটকের গল্প। সাইফুল বারীর গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ওমর ফারুক এবং পরিচালনা করেছেন শাহাদত আলম ভুবন। 'এক মেলা দুই পকেট' শিরোনামের নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত। নাটক প্রসঙ্গে হিমু জানান, জামিলা আর কামিলা গ্রাম থেকে শহরে এসেছে। ভাগ্যের পরিহাসে আজ তারা পকেটমার। তবে অন্য পকেটমারের চেয়ে তারা কিছুটা ব্যতিক্রম। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।

No comments: