বিশ্বের সবচেয়ে পুরনো টেলিভিশন সেটের সন্ধান মিলেছে ব্রিটেনে। সম্প্রতি এটি নিলামে তোলা হয়েছে। দাম হাঁকা হয়েছে পাঁচ হাজার পাউন্ড। দাম শুনে আঁতকে উঠলেও এটা একেবারেই বিরল একটি ঘটনা যে, এর পেছনে আছে ৭৫ বছরের টিভি সম্প্রচারের ইতিহাস। খবর, টাইমস অব ইন্ডিয়ার।
সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এটি এখনো যথেষ্ট সচল। মার্কনি টাইপ-৭০২ মডেলের এ টিভি সেটটি তৈরি হয়েছে ১৯৩৬ সালে। ব্রিটেনে প্রথম টিভি সম্প্রচার শুরুর মাত্র তিন সপ্তাহ পর ১০০ পাউন্ডে টিভিটি কেনা হয়। পুরনো ওই সেটটি টিভি সম্প্রচার ইতিহাসের প্রথম যুগ থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এত বছরের ব্যবহারে মাত্র ৩০ শতাংশ যন্ত্রপাতি বদল করতে হয়েছে এটার। ৭৫ বছরের পুরনো ১২ ইঞ্চি পর্দার টিভি সেটটি কাঠের বাক্সের মধ্যে বসানো। আধুনিক টিভির মতো পর্দায় এর ছবি তৈরি হয় না। ছবি আয়নায় প্রতিফলিত হয়ে দর্শকদের চোখে এসে পড়ে। টিভিটির বর্তমান মালিক ব্রিটেনের ডালউইচের বাসিন্দা জি বি ডেভিস। তার এলাকায় বৈদ্যুতিক বিভ্রাটের কারণে ১০ বছর সম্প্রচার বন্ধ থাকায় তিনি এটা নিলামে উঠিয়েছেন।
সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এটি এখনো যথেষ্ট সচল। মার্কনি টাইপ-৭০২ মডেলের এ টিভি সেটটি তৈরি হয়েছে ১৯৩৬ সালে। ব্রিটেনে প্রথম টিভি সম্প্রচার শুরুর মাত্র তিন সপ্তাহ পর ১০০ পাউন্ডে টিভিটি কেনা হয়। পুরনো ওই সেটটি টিভি সম্প্রচার ইতিহাসের প্রথম যুগ থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এত বছরের ব্যবহারে মাত্র ৩০ শতাংশ যন্ত্রপাতি বদল করতে হয়েছে এটার। ৭৫ বছরের পুরনো ১২ ইঞ্চি পর্দার টিভি সেটটি কাঠের বাক্সের মধ্যে বসানো। আধুনিক টিভির মতো পর্দায় এর ছবি তৈরি হয় না। ছবি আয়নায় প্রতিফলিত হয়ে দর্শকদের চোখে এসে পড়ে। টিভিটির বর্তমান মালিক ব্রিটেনের ডালউইচের বাসিন্দা জি বি ডেভিস। তার এলাকায় বৈদ্যুতিক বিভ্রাটের কারণে ১০ বছর সম্প্রচার বন্ধ থাকায় তিনি এটা নিলামে উঠিয়েছেন।
No comments:
Post a Comment