Sunday, April 10, 2011

কেনাকাটায় আয়ু বাড়ে

দীর্ঘদিন বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে মানুষের চেষ্টার কোনো শেষ নেই। দীর্ঘায়ু লাভের পেছনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিরুদ্বিগ্ন জীবনযাপন, ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়ার কথা আমরা এতদিন জেনেছি।
কিন্তু সম্প্রতি তাইওয়ানের একদল গবেষক জানাচ্ছেন অন্য কথা। তাদের দাবি, নিয়মিত কেনাকাটা যারা করেন তারা তুলনামূলকভাবে বেশিদিন বাঁচেন। গবেষকরা বলেন, শারীরিক ও মানসিক দুর্বলতার মতো বিষয়ের সঙ্গে মানিয়ে চলার পরও দেখা যায়, যারা সপ্তাহে এক বা তার চেয়ে কম কেনাকাটা করেন তাদের চেয়ে দৈনিক কেনাকাটা করেন এমন নারী-পুরুষ বেশিদিন বাঁচেন। তাইওয়ানের ইনস্টিটিউট অব পপুলেশন হেলথ সায়েন্সেসের য়ু-হুং চ্যাংয়ের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণা করেন বলে বিবিসি অনলাইন জানায়। জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, সঙ্গ, ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার সুযোগ প্রদান করতে পারে কেনাকাটা। তাইওয়ানে নিজেদের বাড়িতে বসবাসকারী ৬৫ বছরের ১ হাজার ৮৫০ জন নারী-পুরুষের ওপর ১৯৯৯-২০০০ সালে এ গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, যারা অনিয়মিত কেনাকাটা করেন তাদের চেয়ে নিয়মিত কেনাকাটা করেন যারা তাদের দ্রুত মৃত্যুর সম্ভাবনা ২৭ শতাংশ কম।

No comments: