ফেসবুকের একজন মুখপাত্র বলেন, সহিংসতার ডাক দেওয়ায় পেজটি ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে। পেজটির ব্যাপারে ইসরায়েলও উদ্বেগ প্রকাশ করেছিল। কেননা সম্প্রতি আরবদেশগুলোয় বিক্ষোভ ছড়িয়ে দিতে ফেসবুক ব্যাপক ভূমিকা রেখেছে।
থার্ড প্যালেস্টিনিয়ান ইনতিফাদা পেজে আগামী ১৫ মে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে পেজটি মুছে ফেলার পর ওই পেজের মতো দেখতে তিনটি পেজ ফেসবুকে দেখা যায়। এসব পেজে সব মিলিয়ে সাত হাজার ফিলিস্তিনি সাইন-আপ করে। ইসরায়েলের পাবলিক ডিপ্লোমেসিবিষয়ক মন্ত্রী ইউলি এডেলস্টেইন গত সপ্তাহে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগকে একটি চিঠি পাঠান।
তাতে তিনি বলেছেন, ‘থার্ড প্যালেস্টিনিয়ান ইনতিফাদা পেজে ইহুদিদের হত্যার ডাক দেওয়া হয়েছে। আমরা এতে উদ্বেগের মধ্যে আছি। এ ব্যাপারে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি।’
এই চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনি পেজটি মুছে ফেলা হয়। ফেসবুকের পাবলিক পলিসি কমিউনিকেশনস ম্যানেজার অ্যান্ড্রু নয়েস বলেন, ‘সহিংসতাকে উসকে দেয়—এমন কোনো কিছু আমরা আমাদের ওয়েবসাইটে রাখব না। আমরা এ ধরনের পেজ পেলেই তা মুছে ফেলি।
No comments:
Post a Comment