গত ৩০ বছরে অনেক চেষ্টার পরও বিশ্বে প্রতিদিন সাত হাজার মানুষের মধ্যে নতুন করে এইচআইভি ভাইরাস সংক্রমিত হচ্ছে। এদের মধ্যে এক হাজার শিশু। দুর্বল অবকাঠামো, আর্থিক অসামর্থ্য এবং দুর্বল মানুষ ও শ্রেণীর প্রতি বৈষম্য এখনো এইচআইভি প্রতিরোধ, চিকিত্সা ও সেবার পথে বাধা হয়ে আছে। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের সর্বশেষ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই প্রতিবেদন প্রকাশ করেন। আগামী ৮-১০ জুন জাতিসংঘের সাধারণ পরিষদে এইডস-বিষয়ক উচ্চপর্যায়ের সভা সামনে রেখে তিনি এ প্রতিবেদন প্রকাশ করেছেন। আজ ইউএনএইডসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব বিশ্বব্যাপী এইডস-বিষয়ক কর্মকাণ্ড জোরদার করার জন্য প্রতিবেদনে পাঁচ দফা সুপারিশ করেছেন। এগুলো হলো: এইচআইভি প্রতিরোধ আন্দোলনে যুবশক্তি ব্যবহার; এইচআইভি প্রতিরোধ, চিকিত্সা, সেবা এবং ২০১৫ সাল নাগাদ সহায়তার জন্য সর্বজনীন সুযোগ বাস্তবায়ন; এইচআইভি কর্মসূচি আরও সাশ্রয়ী, কার্যকর ও টেকসই করতে বিভিন্ন দেশের জন্য কাজ করা; স্বাস্থ্য, মানবাধিকার, নারী ও মেয়েদের মর্যাদা উন্নত করা এবং এইডস-বিষয়ক প্রতিশ্রুতি কাজে পরিণত করতে পারস্পরিক জবাবদিহি নিশ্চিত করা।
No comments:
Post a Comment