রাশিয়ার কালিনিনগ্রাদ এলাকায় চলতি মাসের গোড়ার দিকে সমুদ্রসৈকতে হাঁটার সময় একটি বোতল কুড়িয়ে পায় ১৩ বছরের স্কুলছাত্র দানিল কোরোৎকিখ। ছিপি খোলার পর ভেতরে পাওয়া গেল একটি চিরকুট। চিরকুটটি লেখা হয়েছে ১৯৮৭ সালের ৭ সেপ্টেম্বর। এতে জার্মান ভাষায় লেখা, ‘এ চিঠি যদি পাও, আমাকে লিখো, উত্তর দেব।’
পাঁচ বছর বয়সে জাহাজভ্রমণের সময় নাম-ঠিকানা উল্লেখ করে চিরকুটটি একটি বোতলে ঢুকিয়ে সমুদ্রে ফেলেছিলেন জার্মানির নাগরিক ফ্রাঙ্ক উয়েসবেক। ২৪ বছর পর সেই ঠিকানায় চিঠির জবাব দিয়েছে কোরোৎকিখ। চিঠি পেয়ে হতবাক ব্যাংক কর্মকর্তা উয়েসবেক। তবে জবাব দিতে ভুল করেননি। পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথাও হয়েছে দুজনার।
No comments:
Post a Comment