Wednesday, April 6, 2011

জীবের নতুন ডোমেইন

জীবের সংজ্ঞা যেমন হয় তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, নতুন একটি ডোমেইন আবিষ্কারের দাবি করেছেন গবেষকরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গবেষকদের মতে, জীবকে সাধারণত তিনটি ডোমেইনে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে ইউক্যারিয়টস বা জটিল কোষীয় জীবসত্তা যেমন, মানুষ, পশু-পাখি এবং উদ্ভিদ এবং অন্যান্য ডোমেইনগুলো হচ্ছে সরল কোষীয় জীব যেমন ব্যাকটেরিয়া এবং আর্কাইয়া। কিন্তু সম্প্রতি গবেষকরা এই তিনটি ডোমেইনের বাইরে নতুন একটি ডোমেইন আবিষ্কারের দাবী করেছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইভোলিউশনারি বায়োলজিস্ট জোনাথান আইজেন জটিল জিন সিকোয়েন্সিং পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ অজানা একটি জীবের সন্ধান পেয়েছেন। সমুদ্রের পানি থেকে এই জীবের নমুনা সংগ্রহ করেছিলেন ল্যাবরেটরি অফ মেভরিক এর গবেষক ড. ভেন্টার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষক আইজেন নমুনা পরীক্ষা করে দেখেছেন কিছু জিন জীবের তিন জাতীয় ডোমেইনের বাইরে। এই জিনের শ্রেণীবিন্যাস করাও কঠিন। গবেষকদের মতে, নতুন এই জীব হতে পারে কোনো ভাইরাস। এমনকি এই নতুন আবিষ্কার জীবনের ক্ষেত্রে নতুন শাখা যোগ করতে পারে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স সাময়িকীতে।

No comments: