গাছের হাসি পৃথিবীতে এমন সব গাছ আছে যা দেখে গাছই মনে করবেন না অনেকে। দেখে আঁতকে উঠলেও অবাক হওয়ার কিছু নেই। এমন কিছু গাছের কথা জানাচ্ছেন সজল সরকার
হঠাৎ দেখে মনে হবে, কেউ বুঝি নিখুঁত হাতে ভাস্কর্য গড়েছে। আদতে হাসিমুখটা তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই। তবে চোখের দিকটায় বোধ হয় কেউ সামান্য রং মেখে দিয়েছে। রাতের আঁধারে দেখে অনেকেই ভেবেছিল, এ বুঝি অতিকায় ভল্লুক। নিউ ইয়র্কের একটি বাসার সামনে আছে মেহগনি প্রজাতির গাছটি। গোড়ার দিকে ভেতরের উল্টোপাল্টা আচরণে এমন অবস্থা হয়েছে বলে মনে করেন গাছ বিশেষজ্ঞরা।
হঠাৎ দেখে মনে হবে, কেউ বুঝি নিখুঁত হাতে ভাস্কর্য গড়েছে। আদতে হাসিমুখটা তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই। তবে চোখের দিকটায় বোধ হয় কেউ সামান্য রং মেখে দিয়েছে। রাতের আঁধারে দেখে অনেকেই ভেবেছিল, এ বুঝি অতিকায় ভল্লুক। নিউ ইয়র্কের একটি বাসার সামনে আছে মেহগনি প্রজাতির গাছটি। গোড়ার দিকে ভেতরের উল্টোপাল্টা আচরণে এমন অবস্থা হয়েছে বলে মনে করেন গাছ বিশেষজ্ঞরা।
No comments:
Post a Comment