ছয় মাসে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর ১০ কোটি লাইসেন্স
বিক্রি হয়েছে। ২০১২ সালের অক্টোবর মাসে উইন্ডোজ ৮ বাজারে এনেছিল বিশ্বের
বৃহত্ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই উইন্ডোজ ৮-এর আপডেট আনতে পারে
মাইক্রোসফট। উইন্ডোজ ব্লু নামের নতুন সংস্করণটি তখন ছোট আকারের ট্যাবলেট
কম্পিউটারে ব্যবহারের উপযোগী হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা
রয়টার্স।
বাজার-গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮ হচ্ছে মাইক্রোসফটের টাচ বা স্পর্শ
প্রযুক্তিবান্ধব প্রথম অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজের এ সংস্করণটি
দর্শকদের মনে আগ্রহ জাগাতে পারেনি। উইন্ডোজ ৭-এর তুলনায় এর বিক্রির গতিও
কম। গবেষকদের মতে, উইন্ডোজনির্ভর ডেস্কটপ কম্পিউটার বিক্রি কমে গেছে।
ট্যাবলেটের বাজারেও অ্যাপলের আইপ্যাড ও স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডনির্ভর
ট্যাবলেটের সঙ্গেও তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি মাইক্রোসফট। এসব
কারণে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম কোনো আগ্রহ জাগাতে পারেনি?
সব ঠিকঠাক আছে তো? এই অপারেটিং সিস্টেমে পরিবর্তন আসবে কি? এমন প্রশ্ন
উইন্ডোজ-ভক্তদের মনে জাগতেই পারে। মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের কর্মকর্তা
তামি রেলার এসব প্রশ্নের উত্তরে জানিয়েছেন, উইন্ডোজ ৮ সংস্করণটিতে যত দ্রুত
সম্ভব পরিবর্তন আনতে কাজ করছে মাইক্রোসফট। এ সংস্করণটির কী কী পরিবর্তন
আনা দরকার, তা নিয়েই বর্তমানে কাজ করছে মাইক্রোসফট। শিগগিরই এ বিষয়ে
আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। এসব উত্তরের পাশাপাশি তামি
রেলার জানিয়েছেন, কম্পিউটার নির্মাতা লেনোভো, এইচপি, আসুস উইন্ডোজনির্ভর
টাচ প্রযুক্তির নতুন নতুন মডেলের ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করছে।
No comments:
Post a Comment