মধ্যপ্রাচ্যের
দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত
হয়েছেন। নিহত তিন বাংলাদেশি চট্টগ্রামের অধিবাসী বলে জানা গেছে। নিহত
বাংলাদেশিরা হলেন আমানবাজার গ্রামের জসিম আল দীন, বোয়ালখালীর মোহাম্মদ
দেলোয়ার, কাঞ্চনা গ্রামের হেফাজেতুর রহমান। আহত এক বাংলাদেশি ফুলতলা
গ্রামের মোহাম্মদ জাফরের অবস্থাও আশঙ্কাজনক বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
ওমানের পুলিশ জানিয়েছে, মাস্কটের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ সড়কে
গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি যাত্রীদের বহনকারী
গাড়িটি বিপরীত দিক থেকে আসা ওমান পুলিশের এক ব্রিগেডিয়ারের ব্যক্তিগত
গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ কর্তার গাড়িচালক এবং দুই
বাংলাদেশি নিহত হন। ব্রিগেডিয়ার সেলিম বিন মোহাম্মদ আল রোয়াজসহ আহত দুজন
পরে চিকিৎসাধীন অবস্থায় ওমানের সোহার রেফারেল হাসপাতালে মারা যান।
0 Comments