Tuesday, May 14, 2013

মুন্না ভাই এর সময় শেষ!

বুধবার-ই মুক্ত পরিবেশে জীবন-যাপন সঞ্জয় দত্তের শেষ দিন। ১৬ মের মধ্যে সাড়ে তিন বছরের জন্য শ্রীঘরে তাকে ঢুকতেই হচ্ছে। মঙ্গলবার আত্মসমর্পণের সময় বৃদ্ধির সর্বশেষ আবেদনও খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রীম কোর্ট।

সঞ্জয়ের চলতি অভিনীত দুটি অসম্পূর্ণ ছবির এক প্রযোজক আদালতে আবেদনটি দায়ের করেছিলেন। এছাড়াও আরো পাঁচটি ছবি রয়ে গেছে যেগুলোতে এখনো সঞ্জয়ের অংশের শুটিং বাকি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরন মামলায় অভিযুক্ত আসামী সঞ্জয়কে ভারতীয়  আদালত ৫ বছরের সাজা দেন।

মুন্না ভাই খ্যাত এ অভিনেতা সুপ্রীমকোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করলে ১০ মে শুক্রবার তা নাকচ হয়ে যায়। আগামী ১৬ মে’র মধ্যে আতœসমর্পনের নির্দেশ দেন আদালত।

আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এর আগে নি¤œ আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দিলেও তিনি ইতোমধ্যে আঠারো মাস জেলে কাটানোয় তাকে সাড়ে তিন বছর কারা ভোগ করতে হবে।

উল্লেখ্য,১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।

No comments: