আরবী মাস রজব এর চাঁদ দেখা গেছে । সে হিসেবে শনিবার জমাদিউস সানি মাস শেষ 
হয়ে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রজব মাস। আর এ মাসের বিশেষ তাৎপর্য 
হচ্ছে, এ মাসেই ইসলাম ধর্মের মহামহিমান্বিত রজনী শবে মে’রাজ। আগামী ৬ জুন 
পবিত্র শবে মেরাজ পালিত হবে। 
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ কথা জানানো হয়।
সভায় ১৪৩৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে প্রাপ্ত সব তথ্য পর্যালোচনা করা হয়। 

No comments:
Post a Comment