Monday, May 13, 2013

মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগীর পলায়ন

কেনিয়ার একটি মানসিক হাসপাতাল থেকে ৪০ রোগী পালিয়ে গেছে। দেশটির সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ‘মাথারি’ এ এই ঘটনা ঘটে। রাজধানী নাইরোবিতে অবস্থিত ওই হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মেরে রোগীরা পালিয়ে যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

ঘটনার পর পরই পুলিশ হাসপাতালে ব্যাপক তল্লাশি চালায়।

কেনিয়ার একটি সংবাদপত্রের খবরে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যেসব ঔষুধ দেয় তা রোগ নিরাময়ে কার্যকরী নয়-এমন অভিযোগ এনে রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর আগে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে ২০১১ সালে হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সিএনএন একটি ডকুমেন্টারি প্রকাশ করে। সেখানে এক প্রতিবেদক হাসপাতাল পরিদর্শনের সময় বন্দি অবস্থায় একজন রোগীর মৃতদেহ দেখতে পান বলে ডকুমেন্টারিতে উল্লেখ করেন।

এর পর আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন হাসপাতালটিতে মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা তা খতিয়ে দেখার জন্য অধিকতর তদন্তের আহ্বান জানায়।

No comments: