Tuesday, May 14, 2013

সোনার মুদ্রায় শচীন

ক্রিকেট জগতের ‘লিটল মাস্টার’ শচীন টেনডুলকার এবার জায়গা পেলেন সোনার মুদ্রায়। মুদ্রার এক পাশে রয়েছে শচীনের মুখের প্রতিচ্ছবি ও অন্য পাশে তার স্বাক্ষর।
২৪ ক্যারেট সোনার মুদ্রা যে কেউ কিনতে পারবে। তবে আগ্রহী ব্যক্তিতে গাঁট থেকে খসাতে হবে ৩৪ হাজার রুপি।
হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দিন ‘অক্ষয় তৃতীয়া’ উপলক্ষে সোমবার মুদ্রার মোড়ক উন্মোচন করেন শচীন নিজেই।
সীমিত সংখ্যক এসব সোনার মুদ্রা সরকারিভাবে তৈরি করা হয়নি। ভ্যালুমার্টগোল্ড নামের একটি জুয়েলারি কোম্পানির সঙ্গে চলতি বছর থেকে তিন বছরের জন্য ব্র্যান্ড দূত হিসেবে চুক্তি করেছেন শচীন। সেই চুক্তির আওতায় কোম্পানিটি তৈরি করেছে এসব মুদ্রা।
মুদ্রার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শচীন বলেন, “মাঠে আমার অনেক সোনালি মুহূর্ত রয়েছে। কিছু স্মৃতি খুবই চমৎকার কিন্তু এটি আসলেই ভিন্ন।”
অক্ষয় তৃতীয়ায় সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, “হিন্দুদের পঞ্জিকায় এটি একটি গুরুত্বপূর্ণ দিন।”
হিন্দুদের বিশ্বাস মতে, এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে জন্ম গ্রহণ করেন পরশুরাম। এদিনেই বেদ ব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন।

No comments: