অনেকদিন পর হাসি-খুশি দেখাল মাশরাফি বিন মুর্তজাকে। বোঝাই যায় পায়ের
গোড়ালির সেই ব্যথা কমে গেছে। পুরোপুরি না সারলেও ৯০ ভাগ সেরেছে। আর কিছুদিন
বিশ্রাম করলে বাকি সমস্যাটুকু কাটিয়ে উঠবেন, চিকিৎসকরা তাই মনে করেন।
বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, অনেকদিন
পর বুধবার মাশরাফিকে দেখেছেন তারা। ব্যথা এখন যে পর্যায়ে রয়েছে তাতে করে
বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ব্যথা না কমলে ইনজেকশন দেওয়া হতো।
এই মুহূর্তে খেলা না থাকায় বোলিং করার প্রয়োজনও নেই। এছাড়া রানিংয়ে না থাকায় ফিটনেসও হারিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
No comments:
Post a Comment