Monday, May 13, 2013

শাহজালালে ছয় কেজি সোনাসহ একজন আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের সময় ৫৪টি সোনার বারসহ দেলোয়ার হোসেন (৪৩) নামের এক সোনা চোরাকারবারিকে গ্রেফতার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের(এপিবিএন) সদস্যরা।

সোমবার রাতে বিমানবন্দরের গ্রিন-চ্যানেলের বাইরে ক্যানোপি থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

এপিবিএন’র সিনিয়র এএসপি এহতেশাম-উল হক বাংলানিউজকে জানান, বাহরাইন থেকে এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে আসেন দেলোয়ার। গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপি এলাকা দিয়ে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। তার কাছে হাতব্যাগসহ শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ৫৪টি সোনার বার লুকানো ছিল। তাকে তল্লাশি করে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সোনার পরিমাণ প্রায় ৬ কেজি। এর মূল্য আনুমানিক ৩ কোটি ১২ লাখ টাকা।

এ ব্যাপারে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

No comments: