এসএসসি পরীক্ষায় ফেল করায় হিরক (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
শনিবার
দুপুর ২টার দিকে হিরক তার নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা
করে। হিরক গাংনী উপজেলার বাওট গ্রামের রুহুল আমিনের ছেলে।
হিরকের
বাবা রুহুল আমীন বাংলানিউজকে জানান, হিরক এসকেএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এ
বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। এসএসসি পরীক্ষার ফলাফলে সে গণিত বিষয়ে ফেল
করে।
সকাল থেকেই সে মন খারাপ করে বসে ছিল। কোনো এক সময়ে সে ঘরের
মধ্যে ঢুকে আত্মহত্যা করেছে।দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে তার
ঝুলন্ত লাশ পাওয়া যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

0 Comments