Saturday, May 11, 2013

টেকনাফে ৯ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ

কক্সবাজারের টেকনাফে ৯ লাখ ১৬ হাজার টাকা মূল্যের মিয়ানমারে তৈরি মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকাল ৫টার দিকে টেকনাফের নাফ নদীর ২ নং সুইচ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩২০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩২ বোতল ম্যান্ডেলা বিয়ার, ২৪ বোতল ম্যান্ডেলা রাম মদ, ১৬ বোতল ড্রাগন মদ, ২৩৭ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাইজিং।

এসময় একটি নৌকা ও ২৭টি পানির ফিল্টারও জব্দ করা হয়েছে।

বিজিবি‘র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টন এইচ কামরুল হাসান বাংলানিউজকে জানিয়েছেন, বিজিবি’র টেকনাফ বিওপির হাবিলদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ টহল দল নাফ নদীতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে। এ ঘটনায় ২ জনকে পলাতক আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, টেকনাফের নাজির পাড়ার মৃত আব্দুল বাশার নাগুর ছেলে মোহাম্মদ জাকির (৩০) ও মৃত আব্দুল হোসেনের ছেলে সাবের আহমেদ (৩২)।

No comments: