Friday, August 5, 2011

ছবি দেখে তথ্য দেবে সফটওয়্যার

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিকশিত হচ্ছে প্রযুক্তি। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যা দিয়ে কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে পারে। আর এ সফটওয়্যারটি তৈরি হওয়ার পরই তা কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ। এ সফটওয়্যারটি তৈরি করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা। গবেষক আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পেতে তার ছবিটি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলেই তার বিষয়ে অনলাইনে সব তথ্যই পাওয়া যাবে। সে তথ্য ঘেঁটে যে কোনো কিছু হ্যাকও করে ফেলা সম্ভব। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্য কঠোর নিরাপত্তার মধ্যে রাখা খুবই কঠিন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে 'নিউ সায়েন্টিস্ট' সাময়িকীতে। লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে এ সফটওয়্যারটির বিষয়ে জানানো হবে।

No comments: