ক্রিকেটীয় উচ্চতায় সৌরভ ভারতীয় আকশের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের অধিনায়ক হিসেবে তিনিই জয় করেছেন সবচেয়ে বেশি টেস্ট। তারপরও লিওনেল মেসির উচ্চতা এভারেস্ট ছাড়িয়ে। উপমহাদেশে অবশ্য ক্রিকেটের আলাদা একটি কদর আছে। এখানে ফুটবলের চেয়ে ক্রিকেটেই বেশি স্বচ্ছন্দবোধ করে সবাই। সেই হিসেবে সৌরভই বা কম কিসে! লিওনেল মেসি কলকাতায় আসছেন। এ খবরে সৌরভ গাঙ্গুলি তো পুলকিত হতেই পারেন। এমনকি বর্তমান ক্রীড়া জগতের এমন কোনো তারকার নাম খুঁজে পাওয়া মুশকিল যিনি মেসির খেলা দেখতে ভালোবাসেন না। লিওনেল মেসির এ আগমণকে উপলক্ষ করে দুই ক্রীড়া জগতের দুই তারকার সাক্ষাৎ ঘটতে যাচ্ছে। কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ আয়োজক কমিটি মেসিদের সৌজন্যে দেওয়া গালা পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় এই সাবেক অধিনায়ক একাই থাকছেন না সেই পার্টিতে। সঙ্গী হচ্ছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা স্ট্রাইকার ভাইচুং ভাটিয়া। কলকাতার পত্রিকাগুলো অবশ্য পার্টিতে অতিথিদের তালিকা দীর্ঘায়িত হওয়ার ঘোষণাই দিয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি কিংবা শহরের সুশীলসমাজও বাদ যাবে না। কলকাতার 'হায়াত রিজেন্সি'-তে উঠবেন মেসিরা। সেখানেই তাদের জন্য বিবিধ আয়োজন করা হচ্ছে। ঝাঁকঝমকপূর্ণ গালা পার্টি থাকছে আর্জেন্টিনা দলের জন্য। তবে কলকাতাতে সাজ সাজ রব একটু কমই। নিরাপত্তার অজুহাতে অনেক কিছুই করতে দিচ্ছে না প্রশাসন। 'হায়াত রিজেন্সি'র এক কর্মী আজকাল পত্রিকাকে জানিয়েছেন, 'ইচ্ছে ছিল অনেক কিছুই করব। কিন্তু সম্ভব নয়।' অনেক কিছুর মাঝে অনেক আয়োজন ছিল। কিন্তু নিরাপত্তার কারণে অনেক কিছুই সম্ভব হচ্ছে না।
কলতাকাতার পাট চুকিয়ে ঢাকায় আসছেন মেসিরা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ৪ সেপ্টেম্বর আসার কথা রয়েছে তাদের। এখনো নাকি হোটেলই ঠিক করা সম্ভব হয়নি। কেউ সঠিক করে বলতে পারছেন না, রেডিসন নাকি রূপসী বাংলা? হতে পারে সোনারগাঁও। কিন্তু এখনো ঠিক করা হলো না হোটেলই। অনুষ্ঠানের আর কি ঠিক থাকবে! যে বৃহৎ ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে তার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতই থাকা উচিত।
No comments:
Post a Comment