Saturday, August 27, 2011

আজ পবিত্র লাইলাতুল কদর


আজ পবিত্র লাইলাতুল কদর বা ভাগ্যরজনী। শবেবরাতে ভাগ্য নির্ধারণ হলেও এ রাতে চূড়ান্ত হয়। হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বেজোড় রাত 'লাইলাতুল কদর' হতে পারে। দীর্ঘদিন আগেই বেশিরভাগ ওলামা একমত হয়েছেন, ২৬ রমজান রাতেই লাইলাতুল কদর আসে। সেই থেকে এ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ এবাদত-বন্দেগি করেন। হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের এ রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.)-এর ওপর পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়। আল্লাহর কাছে এ রাতের মর্যাদা অনেক বেশি। এ জন্য এ রাতে ধর্মপ্রাণ মুসলমান সারারাত জেগে এবাদত-বন্দেগি করেন। মসজিদে রাতব্যাপী দোয়া-দরূদ, ঝিকির-আজকার ও মোনাজাত করা হয়। এ জন্য সব মসজিদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments: