কথায় আছে অসি বড় না কলম বড়! এক্ষেত্রে কলম। নিজামাবাদের বাসিন্দা এমএসআচার্য নামের এক লেখাপড়া অন্তপ্রাণ মানুষ এই উদ্যোগের নেপথ্য কারিগর। তিনি যে বিশাল আকারের কলমটি বানিয়েছেন সেটি তলোয়রের চেয়েও পাঁচ-ছয় গুণ বেশি লম্বা। লম্বায় ষোল ফুট, কলমটির ওজন চলি্লশ কেজি এবং চওড়ায় এটি এক ফুট। পৃথিবীর সবচেয়ে বড় এই কলমের নাম 'ভারতীয়া পালি' অর্থাৎ 'ভারতের কলম'। পেশায় সমাজবিদ্যার শিক্ষক আচার্য বলেন 'কলমটি ভারত সরকারকে সম্মান প্রদর্শনের জন্য তেরি করা হয়েছে। কারণ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে'। কলমের বাইরের অংশ অলঙ্করণ করেছেন হায়দরাবাদের রত্নম ও মালিকারাজন নামের দুই শিল্পী।
No comments:
Post a Comment