মিলন ভট্টাচাযের্র পরিচালনায় 'তেলবাবা' নাটকের নাম- ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন_ ফারুক আহমেদ, সঞ্জীব, মনি, সাবিহা জামান প্রমুখ।
ভণ্ডপীর আর তার পাঁচ সাগরেদের মজার সব ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী গড়ে উঠেছে। কমেডিধর্মী নাটকটিতে মজার সব ঘটনার সনি্নবেশ আছে। তবে এই নাটকটি শুধুই বিনোদনের জন্য নয়। এ থেকে শিক্ষণীয় হলো_ ভণ্ডামি করে সাময়িক সুবিধা করা গেলেও, এক সময় তা ঠিকই ধরা পড়ে যায়। মানুষকে বোকা বানিয়ে খুব বেশিদিন কেউ টিকতে পারে না। ধরা তাকে পড়তেই হয়। চৌধুরী বলেন, 'নাটকের গল্পটি অনেক মজার। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবে। আমার অভিনীত নাটকগুলোর মধ্যে এটি অন্যতম।'
জানা গেছে, আরটিভির ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে 'তেলবাবা' নাটকটি প্রচার হবে।
ভণ্ডপীর আর তার পাঁচ সাগরেদের মজার সব ঘটনা নিয়েই এই নাটকের কাহিনী গড়ে উঠেছে। কমেডিধর্মী নাটকটিতে মজার সব ঘটনার সনি্নবেশ আছে। তবে এই নাটকটি শুধুই বিনোদনের জন্য নয়। এ থেকে শিক্ষণীয় হলো_ ভণ্ডামি করে সাময়িক সুবিধা করা গেলেও, এক সময় তা ঠিকই ধরা পড়ে যায়। মানুষকে বোকা বানিয়ে খুব বেশিদিন কেউ টিকতে পারে না। ধরা তাকে পড়তেই হয়। চৌধুরী বলেন, 'নাটকের গল্পটি অনেক মজার। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবে। আমার অভিনীত নাটকগুলোর মধ্যে এটি অন্যতম।'
জানা গেছে, আরটিভির ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে 'তেলবাবা' নাটকটি প্রচার হবে।
2 comments:
good one
good one
Post a Comment