নবীর হোসেন হৃদয়। গত ১৬ জুলাই রাতে তাকে নিজ বাসভবনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কিন্তু হৃদয়ের নামে ফেসবুকে আইডি খোলা হয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়েছে অনেকের কাছে। মৃত ব্যক্তির ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চোখ ছানাবড়া অনেকের। গতকাল দুপুরে ফেসবুকে ঢুকে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেখতে পান নবীর হোসেনের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। একইভাবে এ প্রতিবেদককেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। নবীর হোসেনের ওয়ালে গিয়ে দেখা গেছে তার বিধ্বস্ত মৃতদেহের ছবি। তাছাড়া তার নামাজে জানাজাসহ অসংখ্য ছবি। নবীর হোসেনের খুনি উল্লেখ করে হাসান, রবিন নামে এক ব্যক্তির ছবিও দেওয়া হয়েছে নবীর হোসেনের আইডিতে। একটি মোবাইল নাম্বার দিয়ে ওই নাম্বারে নবীর হোসেনের খুনিদের ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে নবীর হোসেন হত্যা মামলার নাম্বার।
No comments:
Post a Comment