হেরোইনসহ আটক এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা। গতকাল বিকালে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর মোড় এলাকায় শত শত মানুষের সামনে ঘটনাটি ঘটেছে। মাদক ব্যবসায়ীরা সশস্ত্র অবস্থায় থাকায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেনি। বেনাপোল পোর্ট থানার এএসআই মনির হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে গতকাল বিকালে বিক্রি করার সময় ১০০ গ্রাম হেরোইনসহ সেলিম নামের একজনকে আটক করে। এ সময় তার সহযোগী জাহিদ আরও হেরোইন নিয়ে পালিয়ে যায়। সেলিম একজন স্বীকৃত হেরোইন ব্যবসায়ী।
তিনি জানান, সেলিমকে আটকের ১০ মিনিটের মধ্যে শার্শা ও বেনাপোলের কাগমারী গ্রামের চিহ্নি?ত ১০-১২ জনের একটি মাদক ব্যবসায়ীচক্র সশস্ত্র অবস্থায় মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসে। তারা অস্ত্র উচিয়ে পুলিশের কাছ থেকে সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। পোর্ট থানা সূত্রে জানা গেছে, মাদক, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় সেলিমের বিরুদ্ধে পোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি) শামীম মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, সেলিমকে আটকের ১০ মিনিটের মধ্যে শার্শা ও বেনাপোলের কাগমারী গ্রামের চিহ্নি?ত ১০-১২ জনের একটি মাদক ব্যবসায়ীচক্র সশস্ত্র অবস্থায় মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসে। তারা অস্ত্র উচিয়ে পুলিশের কাছ থেকে সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। পোর্ট থানা সূত্রে জানা গেছে, মাদক, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় সেলিমের বিরুদ্ধে পোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি) শামীম মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment