Wednesday, August 3, 2011

ঈদে ভিন্নরূপে বিন্দু

আসছে ঈদে অভিনেত্রী বিন্দুকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। 'সংখ্যা নয়, মান'_ এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিন্দু এবারের ঈদের নাটকে অভিনয় করছেন। সংখ্যায় কম হলেও ভালো গল্প এবং চরিত্রে অভিনয়ে ইচ্ছুক তিনি। যেমন এবারের ঈদে বিন্দুকে বই বিক্রেতা, ঝাড়ুদার, মেথর_ এমন সব ভিন্নধর্মী রূপে দেখা যাবে। পাশাপাশি দুটি ধারাবাহিকও প্রচার হবে। দেশটিভিতে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক। এটি নির্মাণ করছেন আলভী আহমেদ। আর বৈশাখীতে প্রচার হবে আনিসুল হকের রচনায় হিমেল আশরাফের পাঁচ পর্বের ধারাবাহিক 'প্রেমের নাম বেদনা'।
ঈদে বিন্দুর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরো থাকছে সুজন শাহরিয়ারের '১ হাজার টাকা', হাসান জাহাঙ্গীরের 'একটি সুন্দর স্বপ্ন', আশুতোষ সুজনের 'ঠগিনি' প্রভৃতি। বিন্দু বলেন, 'গত ঈদে প্রচুর প্রেশার নিয়ে কাজ করেছি। এটা আর সম্ভব না। তাই এবার সংখ্যা কম কাজ করছি, তবে ভালো মানের। শুধু শুধু নাটকের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। অল্প কিছু ভালো নাটকে দর্শক আমাকে দেখবে, এতেই আমি খুশি।'

No comments: