Wednesday, August 3, 2011

ঘটক মোশাররফ করিম

প্রেমের ঘটকের চরিত্রে অভিনয় করলেন মোশারফ করিম। ঈদের জন্য নির্মিত একঘণ্টার একটি নাটকে এ রকম ব্যতিক্রম একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির নাম 'পিরিতের কাঙ্গাল'। নাটকের গল্পে নাজমা [নাসরিন আলম] সাত গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। তাকে পেতে চায় গ্রামের সকল যুবক। নাজমার সাথে ভালো সমপর্ক মোশারফের। এজন্য তাকেই নিজেদের প্রেমের ঘটক বানায় নাজমার প্রেম প্রত্যাশী গ্রামের যুবকরা। সবাই মোশারফের কাছে নাজমার জন্য উপহার পাঠায়। আর মোশারফ সেটা নিজের নামে নাজমাকে দেয়। ঘটনা মোড় নেয় যখন মোশারফ নিজেই নাজমাকে বিয়ে করে গ্রামে ফেরে। তখন সকল যুবক এক হয়ে ঘেরাও করে প্রতারক মোশারফ করিমকে। এরকমই হাস্যরসাত্মক ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এরকম একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে মোশারফ করিম বলেন, আমরা বিয়ের ঘটকের বিষয় জানি। কিন্তু প্রেমেরও যে ঘটক থাকে সে বিষয়টি অবগত নই। বিষয়টি খুবই মজার।'

No comments: