এবার চলচ্চিত্রে রাজাকার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ইন্তেখাব দিনার। এর আগে তিনি 'জয়যাত্রা' এবং 'ছাপ ও মুক্তিযুদ্ধ' চলচ্চিত্রে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে মুহাম্মদ জাফর ইকবালের 'ক্যাম্প' উপন্যাস অবলম্বনে। চলচ্চিত্রের নামও থাকছে 'ক্যাম্প'। এটি পরিচালনা করবেন অভিনেত্রী আফসানা মিমি। আগামী অক্টোবর থেকে ক্যাম্প চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
ইন্তেখাব দিনার বলেন, ক্যাম্প চলচ্চিত্রে আমার চলচ্চিত্রটি রাজাকারের হলেও এতে গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ আছে। তাই চরিত্রটি রূপায়ণে সানন্দে রাজি হয়েছি। এর আগে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলাম। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা ও রাজাকার চরিত্র দুটি খুবই আলোচিত। এতে যুদ্ধের সময় ইতিবাচক ও নেতিবাচক চরিত্র প্রকাশ পায়।
ইন্তেখাব দিনার বলেন, ক্যাম্প চলচ্চিত্রে আমার চলচ্চিত্রটি রাজাকারের হলেও এতে গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ আছে। তাই চরিত্রটি রূপায়ণে সানন্দে রাজি হয়েছি। এর আগে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছিলাম। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা ও রাজাকার চরিত্র দুটি খুবই আলোচিত। এতে যুদ্ধের সময় ইতিবাচক ও নেতিবাচক চরিত্র প্রকাশ পায়।
No comments:
Post a Comment