বাংলাদেশের আনাচে-কানাচে নানা ধরনের অবাক করা সব বিষয় নিয়ে 'বিস্ময়ের বাংলা' শিরোনামের একটি অনুষ্ঠানের গ্রন্থনা, উপস্থাপনা ও প্রযোজনা করছেন ফাতেমা আক্তার ঝুমকি। বিভিন্ন শ্বাসরুদ্ধকর বিষয় তুলে ধরছেন তিনি অনুষ্ঠনটিতে। ইতোমধ্যে ৩০টি পর্ব সমপ্রচার হয়েছে। ভালো সাড়া পাচ্ছেন তিনি। প্রতি শুক্রবার সন্ধ্যা ৬.২০-এ বৈশাখীতে প্রচার হয় 'বিস্ময়ের বাংলা'। এছাড়া ঈদ সামনে রেখে বৈশাখী টেলিভিশনের জন্য আরও একটি অনুষ্ঠানের প্রযোজনা করেছেন ফাতেমা ঝুমকি। 'ইচিং বিচিং' শিরোনামের এ অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা ছিল সদ্য প্রয়াত ক্লোজআপ ওয়ান তারকা আবিদের। তিনি এই অনুষ্ঠানের টাইটেল সং করেছিলেন। এখন এ গেম শোটি উপস্থাপনা করবেন আর জে নিরব। অনুষ্ঠান প্রসঙ্গে ঝুমকি বলেন, 'বিস্ময়ের বাংলা' ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অন্যদিকে 'ইচিং বিচিং' ছোটদের অনুষ্ঠান। আমি অনুষ্ঠানটি নিয়ে আশাবাদী।'
No comments:
Post a Comment