অল্পের জন্য বেঁচে গেলেন কেট


অল্পের জন্য বেঁচে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। দিন কয়েক আগে প্রেমিককে নিয়ে তিনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের বাংলোয় ওঠেন এই জুটি। ভোর চারটার দিকের ঘটনা। সবাই তখন ঘুমে। নেকার দ্বীপের ওপর দিয়ে তখন ঘণ্টায় ৯০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রপাতও। হঠাৎ ওই বাড়িটির ওপরই বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উইন্সলেট তার প্রেমিককে নিয়ে বাড়িটি থেকে বের হতে সক্ষম হন। তখন ওই বাড়িতে কম করে হলেও ২০ জন মানুষ ছিলেন। বজ্রপাতে বাড়িটির অধিকাংশই পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে বহু আসবাবপত্র। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। গত সোমবার রিচার্ড ব্র্যানসনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।


Post a Comment

0 Comments