Friday, August 5, 2011

শিক্ষক-শিক্ষার্থীর ফেসবুক বন্ধুত্ব বেআইনি!

যুক্তরাষ্ট্রের মিসৌরীতে নতুন একটি আইন চালু হয়েছে। এ আইন মোতাবেক শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে বন্ধুত্ব বেআইনি। কেবল ফেসবুকই নয়, কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই তারা যোগাযোগ রাখতে পারবেন না। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট ব্যবধান থাকার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ আইনটি জারি করা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শিক্ষক বা কোনো শিক্ষার্থী সরাসরি বা গোপনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা সেটি দেখবে পুলিশ। পুলিশের কড়া নজরদারির মধ্যে থাকবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ যদিও শিক্ষা ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, তারপরও কোনো অপ্রীতিকর ঘটনার ঝুঁকি নিতে কর্তৃপক্ষ রাজি নন। নতুন এ আইন অনুসারে, শিক্ষক কিংবা ছাত্র একে অন্যের ফেসবুক বন্ধু হতে পারবে না। শিক্ষক বিশেষ অনুমতি ছাড়া তার পেশার সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করতে পারবে না এবং এর মাধ্যমে বর্তমান বা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগও করতে পারবে না। শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে রক্ষা করার জন্যই এ আইনটি প্রণয়ন করা হয়েছে।

No comments: