Friday, August 5, 2011

১ গিগাহার্জ প্রসেসরের ফোন

সম্প্রতি মোবাইল জায়ান্ট নকিয়া নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর। এ স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে নকিয়া-৫০০। এটি সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ 'অ্যানা'নির্ভর স্মার্টফোন। নকিয়া-৫০০ স্মার্টফোনটিই নকিয়ার প্রথম ১ গিগাহার্জ প্রসেসরের ফোন। এ ফোনটিতে রয়েছে ৩.২ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৫ মেগাপিস্কেল ক্যামেরাসহ অন্যান্য সুবিধা।

No comments: