মোবাইল কোম্পানির বদৌলতে শীঘ্রই বাজারে আসছে 'স্মার্ট স্লিপার্স' নামে তৃতীয় প্রজন্মের পাদুকা। এর সুকতলার মধ্যে বসানো থাকবে 'অ্যাক্সিলোমিটার' নামে বিশেষ ধরনের ইলেক্ট্রনিক চিপ। হাঁটতে গিয়ে হোঁচট খেলে কিংবা উল্টে পড়লে স্বয়ংক্রিয়ভাবে বিপদ সঙ্কেত পাঠাতে শুরু করবে স্বজন কিংবা বন্ধুর নম্বরে। সঙ্গে থাকবে দুর্ঘটনাস্থলের অবস্থান এবং টেক্সট বার্তা। বাজারে আসার আগেই অবশ্য বিভিন্ন মহলে বিপুল সাড়া ফেলেছে এই পাদুকা। এর বাণিজ্যিক উৎপাদনে বিনিয়োগ করতে সাগ্রহে এগিয়ে এসেছে ভেরিজন এবং এটিঅ্যান্ডটি নামে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুই মোবাইল কোম্পানি। তৃতীয় প্রজন্মের এসব পাদুকা প্রতি জোড়ার উৎপাদনে ব্যয় হচ্ছে ৬৩ পাউন্ড। গ্রাহকদের জন্য প্রতি মাসে ১৬ পাউন্ডের বিনিময়ে এ সেবা প্রদানের চিন্তাভাবনা করছে কোম্পানিগুলো।
No comments:
Post a Comment