সিলেটে বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন লন্ডনগামী ১৬৭ যাত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল ভোর ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটটি উড্ডয়নের সময় ইঞ্জিনে একটি পাখি ঢুকে পড়ে। এ সময় পাইলট নিয়ন্ত্রণ করতে গেলে এর বাম পাশের চাকা ভেঙে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বিমানটিকে নিয়ন্ত্রণে সক্ষম হন পাইলট।
অবশ্য ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি সকাল ১০টায় রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের সিলেট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের লন্ডনে পাঠানো হবে।
বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ জানান, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। তিনি বলেন, দ্রুত পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
অবশ্য ওই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি সকাল ১০টায় রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের সিলেট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের লন্ডনে পাঠানো হবে।
বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ জানান, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। তিনি বলেন, দ্রুত পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
No comments:
Post a Comment