কত না বিচিত্র চরিত্রে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের! মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী এবার যেমন বিমা প্রতিনিধির চরিত্রে অভিনয় করছেন। গত বুধবার তাঁরা দুজনই ওই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকের নাম সাবলেট। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন মাইনুল হাসান। পরিচালক জানিয়েছেন, এই নাটকে চঞ্চল ও মোশাররফ একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। একজন আরেকজনের বাসায় সাবলেট থাকেন। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় তাঁদের স্ত্রীরাও। একপর্যায়ে বাড়িওয়ালা থেকে শুরু করে এলাকার মাস্তানেরা পর্যন্ত জড়িয়ে যায় এই দ্বন্দ্বে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘বিভিন্ন নাটকে অনেক চরিত্রেই কাজ করেছি। একেকটির মজা একেক রকম। তবে বিমা প্রতিনিধির চরিত্রে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম একটি বিমা করাতে কত পরিশ্রম করতে হয় সত্যিকারের বিমা প্রতিনিধিদের! আর চঞ্চলের সঙ্গে সাবলেটে থাকতে গিয়ে যে দ্বন্দ্বটা হচ্ছে, সেটাও বেশ মজার।’
চঞ্চল বললেন, ‘বিমা প্রতিনিধি হয়ে কাজ করার অভিজ্ঞতা যেমন হচ্ছে, তেমনি সাবলেটে থাকতে গিয়ে কী কী সমস্যা হয়, তা-ও বুঝতে পারছি এই নাটকে কাজ করে। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।’
চঞ্চল বললেন, ‘বিমা প্রতিনিধি হয়ে কাজ করার অভিজ্ঞতা যেমন হচ্ছে, তেমনি সাবলেটে থাকতে গিয়ে কী কী সমস্যা হয়, তা-ও বুঝতে পারছি এই নাটকে কাজ করে। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।’
No comments:
Post a Comment