Thursday, May 26, 2011

মনিকার বই থেকে ছবি

আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত ১৩ জন নারীকে নিয়ে 'মাফিয়া কুইন্স অফ মুম্বাই' শিরোনামে বই লিখেছিলেন ক্রাইম জার্নালিস্ট হুসেইন জায়িদী। ওই ১৩ জন নারীর মধ্যে আছেন বলিউড অভিনেত্রী মনিকা বেদির নামও। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ । এরই মধ্যে বইটির স্বত্ব কিনে নিয়েছেন বিশাল এবং শীঘ্রই এই কাহিনীতে ছবির কাজ শুরু করবেন তিনি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশাল বলেন, মনিকা বেদি আমাদের দেশের একজন গুণী অভিনেত্রী। তাকে নিয়ে যদি এ ছবিটি বানাতে পারি তবে নিজের কাছে ভালো লাগবে।

মুখ খুললেন অসিন

সময়টা ভালোই পার করছেন গজনি চলচ্চিত্রখ্যাত বলিউড অভিনেত্রী অসিন। বৃহস্পতি এখন তার তুঙ্গে। সালমানকে জড়িয়ে তাকে নিয়ে নানা মুখরোচক গল্পও শোনা যাচ্ছে। সম্প্রতি শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। সবার ধারণা সালমানের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অসিন। কিন্তু বিষয়টিকে অস্বীকার করে তিনি বলেছেন, অন্য কোনো কারণ নয়, সিডিউল না মেলায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি।

শুটিংয়ে বিশ্ব ঘুরবেন সালমান

সালমানের পরবর্তী ছবি 'এক থা টাইগার' বিশ্বের ৫টি দেশে শুটিং করবেন এর পরিচালক কবির খান। ছবিটির শুটিং শুরু হবে জুলাই থেকে। তার অর্থ দাঁড়াচ্ছে_ পরবর্তী ছবির শুটিংয়ে বিশ্ব ঘুরবেন সালমান। এ ছবিতে সালমান একজন 'র'-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ছবির শুটিং হবে বিশ্বের পাঁচটি দেশে। এর মধ্যে তিনটি দেশের নাম চূড়ান্ত হয়েছে বলেই জানা গেছে। দেশ তিনটি হলো_ দক্ষিণ আমেরিকার চিলি, আয়ারল্যান্ডের ডাবলিন এবং ইস্তাম্বুল। এরই মধ্যে তিনি ছবির শুটিংস্পটগুলো দেখে এসেছেন এবং ৩টি দেশের লোকেশনও চূড়ান্ত করে ফেলেছেন। আগামী বছরের গ্রীষ্মের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এই জুলাইয়ে এর শুটিং শুরু হবে।

মালাইকার সংসারে ভাঙনের সুর

বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা ও চলচ্চিত্রের প্রযোজক-অভিনেতা আরবাজ খানের দীর্ঘদিনের সুখময় দাম্পত্য জীবন। বলিউডের সফল জুটি হিসেবেও সুনাম রয়েছে তাদের। এক সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের দিনকাল। তবে হঠাৎ করেই গুঞ্জন উঠেছে, ভেঙে গেছে মালাইকার সংসার। গুঞ্জনের কারণও রয়েছে। কিছুদিন ধরেই এই দম্পতি বিচ্ছিন্নভাবে বসবাস করছেন। নিজ সংসার ছেড়ে মালাইকা থাকছেন তার মায়ের সঙ্গে। কি কারণে তাদের এই মনোমালিন্য সেটাও সবার কাছে স্পষ্ট নয়। যদিও এই সাংসারিক ভাঙনের খবরকে ভিত্তিহীন গুজব বলেছেন আরবাজ খান। এ বিষয়ে তিনি বলেন, জানি না এ ধরনের আজগুবি খবর কারা ছড়ায়। মালাইকার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি। আসলে অতিউৎসুক ব্যক্তিরা ক্যারিয়ারের খবরের চেয়ে ব্যক্তিগত খবর নিয়েই বেশি মাথা ঘামায়।

নিজের গান নিয়ে ছবি নির্মাণ করেছেন অঞ্জন দত্ত

   পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব/বলেছে পাড়ার
দাদারা/অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই/রঞ্জনা, আমি আর আসবো না_ এমনি বহু গানের জন্মদাতা অঞ্জন দত্ত। গায়কের পরিচয়ের বাইরেও তার আরেকটি পরিচয় হলো তিনি একজন চলচ্চিত্র পরিচালক। রং কানেকশন, ম্যাডলি বাঙালির মতো বেশকিছু সফল সিনেমার নির্মাতা তিনি। এবার অঞ্জন দত্ত নিজের গানের 'রঞ্জনা আমি আর আসবো না' শিরোনামেই একটি ছবি নির্মাণ করেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। তার সঙ্গে ছবিতে রয়েছেন কবীর সুমন ও উষসী চক্রবর্তী। অন্য অভিনয় শিল্পীরা হলেন_ মমতা শংকর, পারনো মিত্র, অমিত দত্ত, লিউ হিল্ট, আবির চ্যাটার্জি, কৌশিক ঘোষ, সুমন দে, নন্দন বাগচি, কাঞ্চন মলি্লক প্রমুখ। ছবি পরিচালনা প্রসঙ্গে ভারতীয় এস সংবাদ মাধ্যমের কাছে অঞ্জন দত্ত বলেন, সংগীতনির্ভর এ ছবিটি অন্য ছবিগুলো থেকে একটু ভিন্নরকম হবে বলে আমি আশা করছি। অন্যদিকে এ ছবিটির সংগীত পরিচালনার কাজটি করেছেন অঞ্জনের ছেলে নীল দত্ত। ছবি সম্পর্কে নীল বলেন, বাবার অন্য ছবিগুলোর তুলনায় 'রঞ্জনা আমি আর আসব না'-এর সুর বাঁধা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। ছবিতে গানের ব্যবহারকে করতে হয়েছে সহজবোধ্য ও সাবলীল। আশা করছি, ছবিটি ভালো লাগবে।

বড় পর্দায় ফারাহ রুমা

   ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমার অভিষেক 
ঘটল বড় পর্দায়। নারগিস আক্তার পরিচালিত 'পুত্র এখন পয়সাওয়ালা' চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, 'অনেক দিন থেকেই বড় পর্দায় আসার চিন্তাভাবনা করছিলাম। কিন্তু ভালো চলচ্চিত্র ও চরিত্র না পাওয়ায় কাজ করতে পারছিলাম না। এ চলচ্চিত্রের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটিও চমৎকার। তাই স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বসুন্ধরা সিটিতে এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। আশা করছি, চলচ্চিত্রটি ভালো হবে।' সামাজিক অবক্ষয়ের নানা
দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রের গল্পে। সোমবার বসুন্ধরা সিটিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে আরও অভিনয় করেছেন_ চঞ্চল চৌধুরী, ইমন, সায়লা, আমিন, মৌনতা প্রমুখ। এটি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন।

ক্যান্সার ছড়িয়ে পড়ছে আজম খানের শরীরে

'পপগুরু' খ্যাত কণ্ঠশিল্পী আজম খান অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তার মুখগহ্বরের ক্যান্সার শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ প্রসঙ্গে আজম খানের মেয়ে ইমা খান জানিয়েছেন, হঠাৎ করেই বাবা হাতে ব্যথা অনুভব করায় তাকে আমরা দ্রুত স্কয়ার হাসপাতালে নেই এবং চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে বাবার চিকিৎসা করছেন রেডিওলজিস্ট কামরুজ্জামান। তিনি এখন হাসপাতালটির ১৩০৭ নম্বর কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ইমা খান আরও জানান, চিকিৎসকরা বলেছেন বাবার শরীরে ক্যান্সার এখন ফোর্থ স্টেজে আছে। এছাড়া বাবার ডান হাতের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়েছে, যা খুবই খারাপ লক্ষণ। এ অবস্থায় তার শরীর অসম্ভব দুর্বল হওয়ায় এখন সিঙ্গাপুর নেওয়াও সম্ভব নয়। সে জন্য ডাক্তাররা বলছেন যতটুকু সম্ভব দেশেই চিকিৎসা করানো হোক। এখন যে পরিস্থিতি তাতে বাবাও বাইরে যেতে রাজি নন। বাবার মতে, দেশে আত্মীয়স্বজন আছে, বিদেশে গেলে যদি আরও খারাপ কিছু হয় তাহলে সবার সঙ্গে শেষ দেখাও করতে পারব না।
উল্লেখ্য, মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে ২০১০ সালের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে কেমোথেরাপি
দেওয়া হয়।
তাকে মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ৫টি কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও তিনি ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

পরকীয়া প্রেমে শিমু

পরকীয়া প্রেমে মজেছেন সুমাইয়া শিমু। মাসের বেশির ভাগ সময় বিদেশে থাকেন তার স্বামী। একা সংসারে আর মন টেকে না শিমুর। স্বামী যখন তার পাশে থাকে না তখন সে পাশের বাড়ির কল্যাণ নামের একটি ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়। কল্যাণের বয়স তার থেকে অনেক কম। একদিন কল্যাণের হাত ধরে পালাতে চান শিমু। পালানোর দিনই ঘটে বিপত্তি। জানা যায়, এ পরকীয়াও স্বামীর চক্রান্তের অংশ। ফারিয়া হোসেনের রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় নাটকটির নাম 'চেয়েছি শুধু তোমাকে'। নাটক প্রসঙ্গে শিমু জানান, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে।' নাটকটি ২৯ মে এনটিভিতে প্রচার হবে।

Tuesday, May 17, 2011

জামালপুরের লিচুগ্রাম

আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে আবদুল করিম মাস্টার জানালেন, তার ছোট্ট বাগান থেকে এরই মধ্যে ৫০ হাজার টাকার লিচু বিক্রি হয়েছে, বাগানে এখনো যে লিচু আছে তাতে পাওয়া যাবে অন্তত আরও ২০ হাজার টাকা। একই রকম হাসিমুখে শ্রীরামপুর গ্রামের শান্তি বেগম বললেন, তার ২০টি গাছের ছোট্ট বাগান থেকে লিচু বিক্রি করে যা পাওয়া যাবে তাতে তার বছরের সংসার খরচ উঠে আসবে। আবদুল করিম মাস্টার, শান্তি বেগম ছাড়াও আক্কাস আলী, নাজমুল ইসলাম, ইউসুফ আলীসহ জামালপুরের লিচু গ্রাম বলে খ্যাত শ্রীরামপুর, রঘুনাথপুর, রাঙ্গা মাটিয়াসহ আশপাশের গ্রামের প্রায় সব লিচু বাগান মালিকের মুখে এখন এমনই সাফল্যের হাসি। জামালপুর সদরের শ্রীরামপুর, রঘুনাথপুর, রাঙ্গামাটিয়াসহ আশপাশের গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাড়ির উঠোন, আঙিনা আর ছোট ছোট বাগান ভরে উঠেছে লাল টসটসে রসালো লিচুতে। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। ইতিমধ্যে এসব গ্রামের লিচু বাজারে উঠতে শুরু করেছে। লিচু চাষিরা জানিয়েছেন, শুরুতে ঝড়-বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এবার ফলন হয়েছে গত বছরের চেয়ে অনেক ভালো। তাছাড়া বাজারে লিচুর দামও এবার বেশি। প্রতিবারের মতো এবারও স্থানীয় বাজার ছাড়াও এখানকার লিচু যাচ্ছে আশপাশের জেলাগুলোতে। গত বছর পাইকারি হিসাবে প্রতি হাজার লিচু বিক্রি হয়েছিল ৮০০ থেকে ১০০০ টাকা। এবার প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। তাই খরচ পুষিয়ে এবার দুপয়সা ঘরে তোলার আশা করছে এসব গ্রামের লিচু চাষিরা।

শাহরুখের দল এবার পারবে তো!

তিনটি মৌসুম শেষ হয়ে গেছে আইপিএলে। 'জিতবো রে' গান গেয়ে শুরু করেছিলেন শাহরুখ খান। কিন্তু প্রথম তিনবারে জয়ের ধারে-কাছেও যেতে পারেনি তার এবং সৌরভ গাঙ্গুলির দল। অবশেষে সৌরভকে বাদ দিয়েই শাহরুখ সাজিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর অবশ্য প্রমাণ করছেন কলকাতার শ্রেষ্ঠত্ব। ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষ চারেই আছে কলকাতা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট ১৬ হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। কলকাতার সামনে একমাত্র বিপদ হতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১২। দুটি করে ম্যাচ বাকি রয়েছে এখনো। কলকাতাকে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানস এবং পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঞ্জাবের খেলা বাকি রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু এবং ডেকান চার্জার্সের সঙ্গে। যদি কলকাতা সামনের দুটি ম্যাচের যে কোনো একটিও জয় করতে পারে তবে পাঞ্জাব ভয়ের কারণ হতে পারবে না শাহরুখের দলের জন্য। কেননা নেট রান রেটে অনেক এগিয়ে আছে কলকাতা। কিন্তু যদি কলকাতা দুটি ম্যাচেই হেরে যায় এবং কিংস ইলেভেন পাঞ্জাব দুটিতে জয় পায় তবে সেমিফাইনাল এবারও খেলা হবে না কলকাতার। শাহরুখ খানের দলকে সামনে অন্তত একটি বিজয় পেতেই হবে। সেক্ষেত্রে পুনে হতে পারে তাদের সহজ টার্গেট।
শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় পাওয়ার কষ্টকরই হবে কলকাতার জন্য। বিশেষ করে গত কয়েক ম্যাচে কলকাতা নিজেদের সফলতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলেই এই ভয় দেখা দিয়েছে।

পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরা: পরি: পয়েন্ট রান রেট
বাঙ্গালুরু ১২ ৮ ৩ ১ ১৭ +০.৮৪৯
চেন্নাই ১২ ৮ ৪ ০ ১৬ +০.৫৪৪
মুম্বাই ১২ ৮ ৪ ০ ১৬ +০.২৪৫
কলকাতা ১২ ৭ ৫ ০ ১৪ +০.৪০৩
পাঞ্জাব ১২ ৬ ৬ ০ ১২ -০.১৮৩
কোচি ১৩ ৬ ৭ ০ ১২ -০.১৮৬
রাজস্থান ১৩ ৫ ৭ ১ ১১ -০.৯৬৯
পুনে ১১ ৪ ৭ ০ ৮ -০.০০৩
ডেকান ১২ ৪ ৮ ০ ৮ -০.১১৭
দিলি্ল ১২ ৪ ৮ ০ ৮ -০.৪৪৮

রানীর কান সফর বাতিল

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি তার কান সফর বাতিল করলেন। কথা ছিল এই উৎসবে শাড়ি পরে উপস্থিত হবেন তিনি। এ জন্য দামি একটি শাড়িও নাকি কিনেছিলেন। কিন্তু তার বাবার অসুস্থতার কারণে কান সফর বাতিল করেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সবকিছু চূড়ান্তের পর হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লে শেষ মুহূর্তে সফর বাতিল করতে বাধ্য হন রানী।
জানা গেছে, বাবার অসুস্থতার কারণে রানী এখন ভারতে অবস্থান করাই জরুরি বলে মনে করছেন। অসুস্থ বাবার পাশে থেকে তাকে দেখাশোনা করবেন বলেই সিদ্ধান্ত নেন তিনি।

অভিনয়ে গাগা

মিউজিক ভিডিওতে অনেকবার অভিনয় করেছেন লেডি গাগা। এবার প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। 'পাল্প ফিকশন'খ্যাত হলিউড চিত্রনির্মাতা কুয়েন্টিন টারান্টিনো তার পরবর্তী ছবির একটি চরিত্রে গাগাকে নেবেন বলে জানা যায়। গাগা এবং টারান্টিনো দুজনই এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন।
সেখানেই টারান্টিনো তার পরবর্তী ছবির জন্য গাগাকে প্রস্তাব দেন।
আর এক্ষেত্রে তিনি সহায়তা নিচ্ছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি জুটির।
জানাগেছে, টারান্টিনো খুব ভালো করেই জানেন, ব্র্যাঞ্জেলিনা জুটির বিশাল ভক্ত হলেন গাগা। আর তাই গাগার সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গাগার একটি শো'তে ব্র্যাঞ্জেলিনা জুটিকে বিশেষভাবে অনুরোধ করেন টারান্টিনো।

কেরানীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জে হালিমা আফরোজ অমি

(১৯) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে ভাঙ্গারী ব্যবসায়ী স্বামী মামুন আহমেদের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে অমি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দোলেশ্বর পশ্চিমপাড়া এলাকায় অমির শ্বশুর বাড়িতে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী হালিমা আফরোজ অমি আড়াই বছর আগে ভালোবেসে পালিয়ে গিয়ে মামুনকে বিয়ে করে। বিয়ের পর মামুনের আচরণে পরিবর্তন আসে। সে গভীর রাতে বাসায় ফিরত। এ নিয়ে তাদের মাঝে দাম্পত্য কলহ দেখা দেয়। পুলিশ জানায়, বরিবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির জের ধরে মামুন অমিকে মারধর করে। এর কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ করে অমি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন অমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
নিহতের খালু মো. বাচ্চু অভিযোগ করেন, শারীরিক নির্যাতনের কারণে অমি জ্ঞান হারিয়ে ফেলার পর মামুন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে পুড়ে মারা গেছে। মামুনের বাবা মহিউদ্দিন দাবি করেন, স্বামীর সঙ্গে অভিমান করে সে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

মা হলেন সিলভারস্টোন

লস অ্যাঞ্জেলেসে এক পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন হলিউড অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন। নিজের অফিসিয়াল ব্লগে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে তিনি তার ব্লগে লিখেন, আমি ও আমার স্বামী আমাদের প্রথম ছেলে সন্তান বিয়ার ব্লু জারেকিকে ৫ মে সকাল ৭টা ৫০ মিনিটে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের ভালোবাসার বলয়ে মানুষের সংখ্যা এখন তিন।

প্রস্তাবে 'না' বিদ্যার

আবেদনময়ী হিসেবে নিজেকে তুলে ধরতে বেশির ভাগ অভিনেত্রী জিরো ফ্যাট বা ওজন কমাতে ব্যস্ত থাকেন। এক্ষেত্রে ব্যতিক্রম বলিউডের বিদ্যা বালান। সম্প্রতি 'ডার্টি পিকচার' নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাহিনীর চরিত্র অনুযায়ী পরিচালক তাকে ওজন কমাতে বলেন। প্রস্তাবে রাজি হননি বিদ্যা। তিনি বলেছেন, আপাতত এ রকম কোনো ইচ্ছে নেই। কারণ শারীরিক আবেদন নয়, অভিনয় দিয়েই দর্শকহৃদয়ে জায়গা পেতে চাই।

সুরার জন্মবৃত্তান্ত

সুবিখ্যাত কবি ওমর খৈয়ামের একটি অনবদ্য রচনা_ 'এইখানে এই তরুতলে, তুমি আমি কুতুহলে আর কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি কাব্য হাতে নিয়ে'। সুরসিক খৈয়াম যার এত গুণগান করেছেন তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করা যাক। সুরা নিয়ে পৃথিবীর দেশে দেশে রয়েছে নানা রকম নিয়ম-কানুন, রীতিনীতি, বিধি-নিষেধ। কোথাও সুরাপান কঠোরভাবে নিষিদ্ধ করা হলেও পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে আপ্যায়ন থেকে শুরু করে পানীয় হিসেবে এর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ইসলামের বিধানমতে আমাদের দেশে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ এবং তা রাখা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কিছু বৈধ নিয়ন্ত্রিত বার রয়েছে রাজধানী ঢাকা শহরে এবং দেশের অন্য বড় শহরগুলোতে। যা হোক, সুরার ইতিহাস কত দিনের? কবে, কি জন্য মদ তৈরি করা হয়েছিল এবং কি কারণে তৈরি করেছিল? আর নেশা হিসেবে কবে থেকে মদ পান শুরু হয়_ এ নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে সম্প্রতি আবিষ্কৃত তথ্য থেকে ধারণা পাওয়া যায়, ছয় হাজার বছর আগ থেকে পৃথিবীতে সুরা তৈরি এবং পান করার প্রচলন ছিল। পশ্চিম পারস্যের জাগরাউস পর্বতরাজি অঞ্চলে সাম্প্রতিক এক খননকাজের সময় দুই হাতলবিশিষ্ট একটি পানীয়ের ভাঙা আধার পাওয়া যায়। একদল গবেষক ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে পানীয় আধারটি পুনর্গঠন করেন। দেখা গেল, ব্রোঞ্জ-পূর্ব যুগের সুমেরীয় সভ্যতার আমলে তৈরি করা হয়েছিল এই পানীয় আধার। তখন সবেমাত্র লিপির আবিষ্কার হয়েছে এবং পানি সেচের মাধ্যমে চাষাবাদের কাজও প্রথম প্রথম করা হচ্ছে। উদ্ধার করা পাত্রের তলায় লাল দাগ দেখে এবং পরীক্ষা করে জানা যায়, এতে তরল পদার্থ রাখা হতো। বাটলার ও তার সহযোগীরা দাগটির ইনফ্লারেড বিশ্লেষণ করে দেখেছেন, এতে ফেনোলিক এসিড ও টারটারিক এসিড রয়েছে। দাগের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ছিদ্র। পাত্র যেন ফেটে না যায় সে জন্যই এ ব্যবস্থা। সুরার এ ইতিহাস থেকে এটা বেশ ভালোভাবেই বোঝা যায়, আমাদের পূর্বপুরুষও বেশ রসিক ছিলেন, তা না হলে এমন সৃষ্টিকর্ম কি তারা আমাদের জন্য রেখে যেতেন?

Monday, May 16, 2011

পালিয়ে বিয়েবার্ষিকী পালন

আগামী জুনের প্রথম সপ্তাহে নিজেদের ৩৮তম বিয়েবার্ষিকী পালন করার উদ্দেশ্যে ফ্রান্সে পাড়ি জমাবেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। কিন্তু সঙ্গে নিচ্ছেন না বচ্চন পরিবারের কাউকেই। জানা গেছে, বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনের কাছ থেকে লুকিয়ে দু'জনে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিছুদিন আগে প্যারিসে গিয়েছিলেন বিগ বি। তারপরই রোমান্টিক এ শহরটির প্রেমে পড়ে যান তিনি। ফিরে এসেই জয়াকে কথা দেন, এই গরমে বিয়েবার্ষিকীর আগে কিংবা পরে প্যারিসে ঘুরতে যাবেন তারা। শহরের বাইরেও ঘোরার তালিকা থেকে বাদ যাবে না। এ সময় ছেলে অভিষেক আর পুত্রবধূ ঐশ্বরিয়া ব্যস্ত থাকবেন কাজে। জুনিয়র বচ্চন থাকবেন ছবির শুটিংয়ে রাশিয়ায়। অ্যাশ থাকবেন কান ফিল্ম ফেস্টিভালের অনুষ্ঠানে। আর তাই হাজারো কর্ম ব্যস্ততার মাঝে দু'জন দু'জনকে আরও কাছে পেতে পালাচ্ছেন।

বয়োসন্ধিকালীন সমস্যা

আমরা প্রত্যেক অভিভাবকই উদ্বিগ্ন থাকি কোনোমতে যেন সন্তানের টিনএজ বয়সটা ভালোভাবে পার করা যায়। আসলে উদ্বিগ্ন হওয়ার কি কোনো কারণ আছে, তা নিচের আলোচনা থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

এই সময়ে পরিবর্তন_ হঠাৎ শরীরের গঠনের কারণে, হরমোনের কারণে, আবেগের কারণে, চাওয়া-পাওয়ার কারণে ইত্যাদি।

সাইকোলজিস্টদের মতে, বয়োসন্ধিকালে অনেকেই নিজের মতো করে পৃথিবীকে দেখতে চায় ব্যাখ্যা করতে, ভাবতে চায়, নিজেকে মনে করে অথরিটি, অন্যের সমালোচনা গ্রহণ করতে চায় না, অন্যের ভুল ধরতে চায়, তাদের মধ্যে ভাবনা আসে সবাই যেন তাদের দিকে মনোযোগ দেবে, তারা হলো সেন্টার অব অ্যাটেনশন।

ভেতরে এক ধরনের সামুদ্রিক ঝড়ের মতো উদ্ভব হয়, যাকে Inner turmoil বলে। নিজেকে উপস্থাপন করা, প্রতিযোগিতায় ছেড়ে দেওয়া, অজানাকে জানার আগ্রহ-কৌতূহল জাগে। এই কৌতূহলের কারণে অনেকে নেশায় আসক্ত হতে পারে। দেখি না একটু খেয়ে কেমন লাগে এ রকম কৌতূহল জাগে। Rebellious Bahaviour করা। মোটর কার চালানো, অস্বাভাবিকভাবে যত্রতত্র দ্রুতগতিতে গাড়ি চালানো। কি করছে, কি পরিণত হতে পারে_ এরকম কোনো হিতাহিত জ্ঞান থাকে না। অনেক ছেলে-মেয়ে প্রেমে পড়ে যায়, কিন্তু এই Romantic Love বেশিদিন থাকে না। বাবার সঙ্গে কনফ্লিক্ট-এর কারণে হঠাৎ আচার-ব্যবহারের পরিবর্তন লক্ষ করা যায়। এতে অনেকে রাগ করে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। তারপর একসময় লেখাপড়াই বন্ধ হয়ে যায়। আবার অনেককে দেখা যায়, অশোভনীয় আচরণ করতেও দ্বিধাবোধ করে না। নিজেকে বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে না।

সন্তানদের নিয়ে বাবা-মা চিন্তিত হন যেসব কারণে_

সন্তান বেশ কিছুদিন স্কুলে অনুপস্থিত থাকলে, স্কুল থেকে পালালে, রেজাল্ট খারাপ হলে এবং খারাপ ছেলে-মেয়েদের সঙ্গে মিশতে শুরু করলে। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, বাবা-মা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলে। ছেলে-মেয়েরা খাবার না খেলে। অথবা বেশি বেশি খাবার খেলে। বারবার দুর্ঘটনায় পড়লে, খারাপ আচরণ করলে। যেমন নিজের ভুলের কারণে বারবার দুর্ঘটনায় পতিত হলে। বিষণ্নতায় ভুগলে। ছেলে-মেয়েরা যখন বলে কিছুই ভালো লাগছে এবং চরম অস্বস্তিতে ভোগে। একদম চুপচাপ হয়ে যায়, কারও সঙ্গে কথাবার্তা তেমন বলে না।

মেসির ঢাকা আসা অনিশ্চিত!

আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল সেপ্টেম্বরে ঢাকায় আসছে। দুই দলকে ঢাকায় আনতে যে অর্থ ব্যয় হবে তা জোগাড় করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেক্সিমকো পুরো ট্যুরের পৃষ্ঠপোষকতা করছে। কিছুদিন আগে বাফুফের সঙ্গে এ কোম্পানির চুক্তি হয়। কিন্তু স্পন্সরের টাকার পরিমাণ সম্পর্কে ফেডারেশন কোনো তথ্য দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, ৩০ বা ৩৫ কোটি টাকা এক্ষেত্রে ব্যয় হবে। পৃষ্ঠপোষকতা করলেও বেক্সিমকো এখান থেকে কোনো লাভ নেবে না। টিকিট বিক্রি থেকে যে অর্থ উঠে আসবে তা পুরোটা চলে যাবে বাফুফের ফান্ডে। আসলে লাভ না লোকসান এ নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের কোনো মাথাব্যথা নেই। স্বপ্নের আর্জেন্টিনার খেলা স্বচক্ষে দেখবে এটা তাদের বড় পাওয়া।
কিন্তু যে তারকা দেখতে ফুটবলপ্রেমীদের মূল আগ্রহ সেই লিওনেল মেসি ঢাকায় আসবেন কি না, তা নিয়ে সংশয় দেখা গেছে। বাফুফে থেকে গতকাল বলা হয়েছে, মেসি আসছেন তা শতভাগ নিশ্চিত। কিন্তু ভারতীয় মিডিয়ায় যে খবর প্রকাশ হচ্ছে তাতে মেসি কলকাতাতেই আসবেন কি না তা নিশ্চিত নয়। ঢাকা আসার আগে আর্জেন্টিনা কলকাতায় আসবে, কলকাতায় যে প্রতিষ্ঠান সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে আসছে তাদের মাধ্যমে মেসিদের ঢাকা আনা হচ্ছে। এ ব্যাপারে বাফুফে আর্জেন্টিনা বা নাইজেরিয়ার সঙ্গে সরাসরি আলাপ করেনি। আসলে আলাপ করবে সে পথও নেই। কারণ এ ধরনের বিশ্ববিখ্যাত দলকে আনতে হলে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হয়। সেই এজেন্টই দলগুলোর সঙ্গে টাকা-পয়সার আলাপের মাধ্যমে ট্যুর নিশ্চিত করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই বলেছেন চুক্তির প্রধান শর্ত হচ্ছে মেসিকে আনতে হবে। কেননা মেসিকে দেখার জন্যই বাংলাদেশের যত আগ্রহ। বাস্তবে কিন্তু এ দেশের মানুষ আর্জেন্টিনাকে চেনে ও জানে ম্যারাডোনার কারণে। একসময় বিশ্ব ফুটবল বলতে এ দেশের ক্রীড়ামোদীরা শুধু ব্রাজিলকে চিনত। কিন্তু ১৯৮৬ সালে বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী নৈপুণ্য দেখার পর দৃশ্য পুরোপুরি পাল্টে যায়। আর্জেন্টিনার নাম নিতে পুরো বাংলাদেশই যেন পাগল। বাংলাদেশের দর্শকদের কাছে ম্যারাডোনা এখনো তুলনাহীন। তার পরও তার কিছুটা ছায়া মেসির ভেতরে খুঁজে পেয়েছে তারা। এখন সেই স্বপ্নের তারকা মেসি যদি সত্যিই ঢাকায় না আসেন তাহলে আর্জেন্টিনার আগমনকে কেন্দ্র করে ততটা উৎসাহ-উদ্দীপনা দেখা যাবে কি? হয়তো যারা বিশাল অর্থ দিয়ে গ্যালারিতে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারাও মুখ ফিরিয়ে নেবেন। শুধু মেসি নন, আরেক তারকা হিগুয়েনও আর্জেন্টিনার সফরসঙ্গী না-ও হতে পারেন। কেননা ২০১০ সালে বিশ্বকাপের পর এ দুই তারকা খুব একটা বিশ্রাম পাননি। বিশেষ করে মেসির দম ফেলার সময় নেই বললেই চলে। স্পেনের লা লিগা শেষ হলে তিনি লম্বা এক বিশ্রাম নিতে চাচ্ছেন। সে কারণেই মেসির কলকাতায় না আসার সম্ভাবনা বেশি। যতই চুক্তিতে লেখা থাকুক না কেন কলকাতায় না এলে তো মেসির ঢাকা আসার প্রশ্নই ওঠে না।
এদিকে কলকাতায় আর্জেন্টিনার ট্যুর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে কলকাতার এক স্যাটেলাইট চ্যানেলে অলইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, আর্জেন্টিনার ট্যুর সম্পর্কে তারা কিছু জানেন না। তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের অনুমতি ছাড়া আর্জেন্টিনাকে কীভাবে কলকাতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে তা তারা তদন্ত করে দেখবেন। অবশ্য পশ্চিমবঙ্গের এক ফুটবল কর্মকর্তা বলেছেন, এতে নিশ্চয়ই অলইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি রয়েছে। তা না হলে ট্যুর এতদূর কোনোভাবেই এগিয়ে আসত না। যাক, মেসির কলকাতা না আসার গুঞ্জন বা আর্জেন্টিনার ট্যুর নিয়ে ভারতে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে যেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকা সফর বাতিল না হয়ে যায় তা দেখবার বিষয় রয়েছে। বাফুফের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নাকি উল্লেখ আছে, কোনো কারণে ট্যুর বাতিল হলে পুরো অর্থই ফিরিয়ে দেওয়া হবে। অর্থ না হয় ফিরে পাবে কিন্তু মেসিকে সামনে থেকে দেখার তো সুযোগ পাবে না।

অ্যাশ নয় মাধুরী

অমিতাভ ও হেমামালিনী অভিনীত 'সাত্যে পে সাত্যা' ছবিটি নতুন করে তৈরি হতে যাচ্ছে বলিউডে। সত্তর দশকের জনপ্রিয় সেই ছবিটি রিমেক করবেন প্রযোজক আস্থাভিনায়েক। প্রাথমিক পর্যায়ে হেমা চরিত্রে ঐশ্বরিয়াকে নিতে চাইলেও পরবর্তীতে মাধুরী দীক্ষিতকে চুক্তিবদ্ধ করান প্রযোজক। এ প্রসঙ্গে আস্থাভিনায়েক বলেছেন, দর্শকদের কাছে মাধুরীর গ্রহণযোগ্যতা এখনো বিদ্যমান। তিনিই পারবেন হেমার চরিত্রকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে।

আবারও মার্ডার করার ইচ্ছা...

শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ কতটা আবেদনময়ী তা বোঝা গিয়েছিল 'মার্ডার টু' ছবিতে। নিজের সুঠাম দেহের নানা কৌশল দেখিয়ে দর্শককেও মার্ডার করেছিলেন তিনি। সেই স্মৃতি থেকে এখনো মনে মনে সুখ পান জ্যাকুলিন। তাই আবারও দর্শককে মার্ডার করতে চান তিনি। এবার বিবসনা হওয়ার ইচ্ছা তার। ছবিতে খোলামেলা অভিনয়ের আকাক্সক্ষার কথা সম্প্রতি প্রকাশ করেছেন তিনি। বলেছেন, 'এখন পর্যন্ত যে ক'টি বলিউড ছবিতে অভিনয় করেছি, তার মধ্যে 'মার্ডার টু' ছবিতেই সবচেয়ে আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে আমাকে। শরীরকে আকর্ষণীয় অবয়ব দিতে কঠোর পরিশ্রম করেছি আমি। রুপালি পর্দায় আবারও শরীর প্রদর্শনে আমার কোনো আপত্তি নেই। অপেক্ষায় আছি প্রস্তাবের।'

Saturday, May 14, 2011

প্রস্তুত রয়েছেন সোনাক্ষী

বর্তমানে বেশিরভাগ অভিনেত্রীর ক্যারিয়ার প্রভাবিত হয় মায়ের সিদ্ধান্তে। অনেক ক্ষেত্রে তাদের মতামত অগ্রাহ্য করতে পারেন না নামি-দামি প্রযোজকরাও। এক্ষেত্রে ব্যতিক্রম দাবাং চলচ্চিত্র খ্যাত সোনাক্ষীর মা পুনম সিনহা। তিনি বলেছেন, ক্যারিয়ার গঠনে সন্তানের সিদ্ধান্তে নাক গলানো উচিত নয়। বলিউডের অভিনয় যুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে সোনাক্ষী। নিজের যোগ্যতায় সে এগিয়ে যাবে।

মারাত্মক ঝুঁকিতে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু

মারাত্মক ঝুঁকির মধ্যে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটি। মেঘনা সেতুর ৫ ও ১০নং পিলারের (পেয়ার) চারপাশ থেকে মাটি সরে গিয়ে নদীতে গভীর গর্তের (স্কার) সৃষ্টি হয়েছে। এ ছাড়া মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর ওপরের কংক্রিটের পাটাতনকে (ডেক বা উপরিভাগ) সংযুক্তির জন্য পিলারগুলোর (পেয়ার) ওপরে বসানো রাবারের বিয়ারিংও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি সেতুর উপরিভাগই (ডেক) অনেক ক্ষেত্রে ক্ষয় হয়ে গেছে। নদী শাসন ছাড়াই এ দুটি সেতু নির্মিত হওয়ায় বন্যার কারণে নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়কপথে রাজধানীর সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি সংযোগে মেঘনা এবং মেঘনা-গোমতীর কোনো বিকল্প নেই। ফলে গুরুত্বপূর্ণ এ সেতু দুটির মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা ঢাকা-চট্টগ্রামের সরাসরি যোগাযোগকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটা যে কতটা গণদুর্ভোগের কারণ হতে পারে তা ২০০৮ সালের মে-জুন মাসে যাত্রী সাধারণ হাড়ে হাড়ে টের পেয়েছিল। সে সময় দাউদকান্দি প্রান্তে মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল বন্ধ রেখে এবং কখনো একপাশ দিয়ে যান চলাচলের সুযোগ দিয়ে সেতুর এক্সপানশন জয়েন্ট মেরামত-প্রতিস্থাপন করা হয়। কিন্তু এবার দুটি সেতুরই বড় ধরনের মেরামত কাজ করতে হবে। তবে অর্থাভাবে এ কাজ এক বছরেরও বেশি সময় বিলম্বিত হয়েছে। এখন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে এ জন্য পৌনে ২শ কোটি টাকা চাওয়া হবে। এ জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হলেও তা অনুমোদিত হয়নি। ১৯৯১ সালে ৯০৩ মিটার মেঘনা সেতু এবং ১৯৯৫ সালে ১৪১০ মিটার দীর্ঘ মেঘনা-গোমতী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। টপোগ্রাফিক সার্ভে ও কন্ডিশন সার্ভে পরিচালনার মাধ্যমে সেতুর অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সেতু দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকির ব্যাপকতা নির্ণয় ও একে যান চলাচলের জন্য নিরাপদ করতে গত বছরের এপ্রিলে একটি পরামর্শক সংস্থা নিয়োগ করা হয়। পরামর্শক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সেতু দুটিতে অতিরিক্ত যান চলাচলের কারণে ব্রিজ ডেকের হিন্স বিয়ারিং ও এক্সপানশন জয়েন্ট সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিপূর্বে বন্যার কারণে নদীর তীর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুর ৫ ও ১০নং পিলারের চারদিকে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতু দুটির উপরিভাগই অনেক ক্ষেত্রে ক্ষয় হয়েছে। পরামর্শক সংস্থা সেতু দুটিকে ঝুঁকিমুক্ত করার জন্য কয়েকটি কার্যক্রম চিহ্নিত করেছে। ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৮২ লাখ টাকা। এ জন্য মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর পুনর্বাসন নামে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। গত ৩ মে সড়ক ও রেলপথ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রকল্প প্রস্তাব থেকে কিছু অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে ১৭০ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Friday, May 6, 2011

হারিয়ে যাচ্ছে দোয়েল

আগের মতো এখন আর দেখা মিলে না দোয়েল পাখির। ঢাকা চিড়িয়াখানার সংগ্রহে এ পাখিটি আছে_পাওয়া যায়নি এমন তথ্যও। তাছাড়া চিড়িয়াখানার গাছগাছালিতে টানা কয়েক ঘণ্টা খোঁজ করেও দোয়েল নজরে পড়েনি। প্রকৃতির রাজ্য থেকে দোয়েল হারিয়ে যায় কি-না_ এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।
ধীরে ধীরে দুর্লভ পাখির তালিকায় স্থান পেতে যাচ্ছে দোয়েল। আগামীতে বইয়ের পাতায় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে গিয়ে ইট-পাথরের দোয়েল পাখি দেখতে হবে। যে দোয়েল উড়বে না, পাখা ও লেজ নাড়বে না। চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহিদুল্লাহর দাবি একটি দোয়েল আছে তাদের সংগ্রহে। সেখানে বেশির ভাগ দোয়েল পাখির খাঁচায় শালিক দিয়ে পূর্ণ করে রাখা হয়েছে। অথচ কয়েক বছর আগেও চিড়িয়াখানায় এবং দেশের আনাচে-কানাচে, বন-জঙ্গলে দোয়েল পাখি দেখা যেত। সম্প্রতি কয়েকজন পাখিবিশারদ জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে অনেক খোঁজাখুঁজির পর এক জোড়া দোয়েলের দেখা পান। এ ঘটনায় হৈচৈ পড়ে যায়। তারা বলেছেন, পরিবেশের বৈরী আচরণ ও বনাঞ্চল নষ্ট হওয়ায় পাখিদের বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে গেছে। পাশাপাশি একশ্রেণীর পাখি শিকারীর কারণে তাদের আবাসস্থল নষ্ট হচ্ছে। এ কারণে পাখিরা নিরাপদ স্থান হিসেবে পাহাড়ের ঢালে কিংবা ঘন জঙ্গলে আবাসস্থল গড়ে তুলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম অবাক বিস্ময়ে জানালেন, জাতীয় পাখি দোয়েল বিলুপ্তির পথে_ এটি ভাবা যায় না। দোয়েলের বংশ বৃদ্ধি করতে হবে। প্রজনন ক্ষেত্র সৃষ্টি করতে হবে। সব কিছু সরকারের উদ্যোগেই করতে হবে। নতুবা বিলুপ্তির তালিকায় স্থান করে নেবে দোয়েল। অনেকে দোয়েলকে ভিআইপি পাখি বলেই চিনে, জানে। আকারে ছয় ইঞ্চি এই পাখিটির ওজন ১৮ থেকে ২০ গ্রাম হয়ে থাকে। দোয়েল বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। আদি নিবাস প্রতিবেশী রাষ্ট্র নেপালের হিমালয়ের পাদদেশ। পুরুষ পাখির পিঠ হালকা কালো ও সাদা রঙে আবৃত। পালকের রং গাড় কালো। পাখার মাঝে সাদা রেখা আছে। আর চোখের ওপর স্পষ্ট সাদা ভ্রূ রেখা। স্ত্রী পাখির শরীর পুরোটাই সাদামাঠা কালো পালকে মোড়া। হিমালয় পর্বতের দক্ষিণে ভারত ও বাংলাদেশ থেকে চীন পর্যন্ত দোয়েলের বিচরণ। গ্রীষ্মে পাহাড়ের ঢালে বা ঘন বন জঙ্গলে এ পাখি বাসা বাঁধে। এরা এক সঙ্গে তিন থেকে পাঁচটি ডিম পারে। তারা সমতল ভূমিতে এবং ঝোঁপঝাড়ের আড়ালে মাটিতে হেঁটে পোকামাকড় শিকার করে। বাঁশঝাড় ও এর আশপাশে এদের সন্তর্পণে হেঁটে বেড়াতে দেখা যায়। তবে মানুষের সমাগম হলেই অতি সতর্ক দোয়েল ঝোঁপের আড়ালে গা ঢাকা দেয়।

Tuesday, May 3, 2011

SITETALK

SIGN UP LINK : http://www.sitetalk.com/boundola100

www.sitetalk.com – it’s like face book, twitter. Also include site talk messenger.
www.sitetalkmail.com – it’s like yahoo, gmail.
www.sitetalkmall.com – it’s web shop / online shopping mall. Here 4000brand product
include worldwide.
www.sitetalktravel.com – it’s worldwide traveling way.
www.sitetalkcare.com – it’s link redcrient society.
www.oxfordprograme.co.uk – it’s online line based education way for worldwide.
Also searing sitetalk sim, sitetalk insurance and sitetalk real-estate.
www.presidentclub.biz – it’s our personal webenar here all information include
sitetalk and unaico.
www.unaico.com – it’s our main company website. When u sitetalk include in any link
then here open ur back office.
www.mysitecost.com – here uses every website value.
www.alexa.com – here u see every website ranking , so searching every website and
decision make. So that earn more money within 2 years million.
 
 BY BOUNDOLA


Sitetalk as like facebook. Online social network service, but these two sites have big difference. The difference is sitetalk give us online money earning support to build up our won career. 
Granted earn money for this site.

So friends lets start earning on http://www.Sitetalk.com/boundola100

Detail: http://www.mediafire.com/?ihqm1ucf3t930cx
             http://www.mediafire.com/?7pacyr48nanb4vj

any question or information in sitetalk. Call Bengali leaders
Hot Line no-  +8801922264747
            boundola@gmail.com

নতুন প্রেমে বিপাশা

আবারও প্রেমে মজেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু। প্রায় আট বছর জন আব্রাহামের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরে হলিউড অভিনেতা জোস হ্যার্নেটের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল বিপাশাকে। এর ফলে আব্রাহামের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন খোদ বিপাশা। তিনি বলেছেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। হ্যার্নেটের ব্যক্তিত্ব ও দায়িত্বজ্ঞান আমাকে মুগ্ধ করেছে

ন্যুড হতে আপত্তি...

ন্যুড হতে আপত্তি রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সম্প্র্রতি একটি ছবির বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাকে পুরো পোশাক খুলে উলঙ্গ হতে বলেছিলেন ছবিটির নির্মাতা। কিন্তু রাজি হননি প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার বক্তব্য, আমি 'দোস্তানা' ছবিতে বিকিনি পরা অবস্থায় অভিনয় করেছি। এরপর আরও অনেক ছবিতে বিকিনি পরে অভিনয় করতে সাহসী হয়েছি। তবুও সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অভিনয় করব না। সম্প্রতি পুনম পান্ডেও বলেছিলেন জনসম্মুখে উলঙ্গ হবে, কিন্তু পারেননি। আসলে এটা সম্ভব নয়। আমি প্রয়োজনে কোনো মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করব, তবুও উলঙ্গ হব না

এক পলক

ডাকাতি
আড়াইহাজার উপজেলার জালকান্দী গ্রামে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় সুমি (২২), আক্কাছ আলী (১৯) ও আয়েশা (৬০) নামে তিনজন আহত হয়েছেন। গৃহকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনার রাতে ১২-১৩ জনের মুখোশ পরিহিত ডাকাত ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

স্ত্রীর পিটুনিতে ...

টঙ্গীর পূর্বআরিচপুর এলাকায় রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর পিটুনিতে স্বামী আহত হয়েছেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গৃহবধূ নূরনাহারের সেলফোনে কথা বলা নিয়ে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে স্ত্রী ক্ষিপ্তহয়ে স্বামীকে পিটিয়ে আহত করে স্ত্রী। এ ব্যাপারে টঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
 
 অগি্নকাণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগি্নকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রবিবার দুপুরে শ্রীনগর উপজেলার রাঁড়িখাল এলাকার খান মার্কেটে ওই অগি্নকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগি্নকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে দাবি ফায়ার সার্ভিসের।

ফেনসিডিলসহ গ্রেফতার

রূপগঞ্জের এক আওয়ামী লীগ নেতার ছোট ভাইকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চন চরপাড়া এলাকার হেমায়েত হোসেনের নির্মাণাধীন বিল্ডিং থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বলকে (৩৪) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
 
 গ্যাস লাইনে বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার গ্যাস লাইনের চেক বাল্ব বিস্ফোরণে তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত সাজু, আবদুর রউফ ও সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার সাদাত কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজের গ্যাস কন্ট্রোল রুমে (আর এস এস) বিকট শব্দে চেক বাল্ব বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট আগুন পার্শ্ববর্তী গার্ড রুমে ছড়িয়ে পড়লে রুমের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। এতে পাশে থাকা তিন নিরাপত্তাকর্মী আগুনে পুড়ে আহত হয়।

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র বিদ্যালয়ের পর এবার জীবননগর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ২২ জন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. রফিকুল ইসলাম বলেন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বমি বমি ভাব, পেট ব্যথ্যা ও মাথা ঘোরা উপসর্গ দেখা দিতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

৩৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য বিক্রি, সেবন ও জুয়াখেলার অভিযোগে ৪ মহিলাসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা এবং ১১ জনের নামে মামলা হয়েছে। শনিবার বিকাল থেকে রবিবার রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বখাটের কারাদণ্ড

শিবচরে যৌন নিপীড়নের দায়ে এক বখাটেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় শিবচর থানায় অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করে বখাটে সাইদুরকে গ্রেফতার করে পুলিশ।

কাউন্সিলর গ্রেফতার

চোরাই গাড়িসহ কুমিল্লার পৌর কাউন্সিলর সেলিম খানকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। গতকাল তাকে কুমিল্লার হাউজিং এস্টেটের বাসা থেকে গ্রেফতার করা হয়।

ডাক্তারের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামে গতকাল শাল বিশাল সার্জিক্যাল ক্লিনিকে দুই চিকিৎসক পট্টনাম চাহলিল মো. সেলিম ও বিলকিস পারভিনকে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাবি্বর ইকবাল।

মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন_ আবদুল মালেক, কামাল হোসেন, জামাল হোসেন, মফিজুর রহমান চেয়ারম্যান, কলিম উল্লাহ চেয়ারম্যান প্রমুখ।

গাঁজাসহ গ্রেফতার

নরসিংদীতে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৪০০ কেজি গাঁজাসহ ৮ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস আটক করা হয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী (১৫) বাদী হয়ে অপহরণকারী দলের সদস্য ইকবাল, আল আমীন ও রনীসহ ৩ অপহরনকারীকে অভিযুক্ত করে মুরাদনগর থানায় মামলা করেন।

রহস্যজনক চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্র্যাক আঞ্চলিক অফিসে রহস্যজনক চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরু মিয়া রবিবার গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা টাকা তার অফিস কক্ষের স্টিল আলমারিতে রেখে বাসায় চলে যান। গতকাল অফিসে এসে তিনি আলমারিতে কোনো টাকা দেখতে না পেয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করেন। এ ব্যাপারে ব্যবস্থাপক ইজ্জত আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।

ধর্ষক আটক

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে খালু বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষিত শিশুকে শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৬৩তম ড্র গতকাল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুল জলিল মিঞা। ড্র-তে ৩৩ সিরিজের (কক, কখ, কগ,ক্স-,খঙ, খচ,খছ) জন্য ৪৬টি পুরস্কার হিসেবে এক হাজার ৫১৮টি পুরস্কার ঘোষণা করা হয়। জানা যায়, এ লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন 'কক থেকে খছ' এই ৩৩টি সিরিজের একজন করে ০১৪২২৬৫ নম্বরের ৩৩ জন। প্রথম পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে ছয় লাখ টাকা করে পাবেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের একজন করে ০১৫৯৩৮২ নম্বরের ৩৩ জন। তারা প্রত্যেকে তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের দুজন করে ০০৬৯২৫৪ এবং ০৮১২৩৯৫ নম্বরের ৬৬ জন। তারা প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন। চতুর্থ পুরস্কার পেয়েছেন প্রতি সিরিজের দুজন করে ০৩৮৩৮৭৪ এবং ০৪০৯৩৫৭ নম্বরের ৬৬ জন। তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি সিরিজের প্রতিটিতে ৪০ জন করে এক হাজার ৩২০ জনকে দেওয়া হবে ১০ হাজার টাকার পুরস্কার। পঞ্চম পুরস্কারের সিরিজের নম্বরগুলো হলো :- ০০১৫৩৫৯, ০০৫২১১৩, ০০৭৯৯৮৭, ০১৬০০৪৮, ০১৬৫১১৫, ০১৬৮২০৩, ০১৭০৬১৬, ০১৮৭০৬০, ০২১৫০৯৭, ০২১৯১৭৬, ০২৬৮৫৮৭, ০৩৪৪৯১৩, ০৩৯২৭২৫, ০৩৯৬৭৯৪, ০৪৮৬০৫২, ০৪৯৪১৯৯, ০৫০৫৫০৯, ০৫০৬৩২৭, ০৫১২৪৪৪, ০৫৪৩৬২২, ০৫৪৯১৪১, ০৫৫৬৪৫৩, ০৫৬০৯৬৬, ০৫৬৫৭২৩, ০৫৭২৬৬২, ০৫৭৮৬৪৬, ০৫৮৯৩৩১, ০৬৩৯৬৩৯, ০৬৫১৯৫০, ০৬৬৩৯৬৩, ০৬৮২১৫৩, ০৬৮৭৪৩০, ০৭১৯৫৮০, ০৭৫২৫৮৩, ০৭৬১৬২০, ০৮৩৫৯৫৪, ০৮৪৫১৮১, ০৯৩৪০৪১, ০৯৬০৩২০ এবং ০৯৭২৭১০।

নায়িকা নিশি ও তার কথিত স্বামী আটক

রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা নারগিস আক্তার নিশি ও তার কথিত স্বামী জাহেদ মান্নাকে আটক করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম প্রিয়া আক্তার নাসিমা (২১)। গতকাল দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭৩ নম্বর বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল মিয়া জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চিত্রনায়িকা নিশি ও জাহেদ মান্নাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশি জানিয়েছেন, রবিবার তার কক্ষ থেকে বেশকিছু জিনিস চুরি হয়। এ সন্দেহে তিনি প্রিয়াকে সামান্য মারধর করেন।
এসআই আবুল মিয়া আরও জানান, গতকাল ১২টার দিকে প্রিয়া ওই ঘটনার জের ধরে অভিমান করে হয়তো রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয়ার গ্রামের বাড়ি রাজবাড়ী। কয়েক মাস ধরে তিনি নিশির বাসায় কাজ করছেন। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, জাহেদ মান্নার সঙ্গে নিশির সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে নিশির দাবি মান্না তার হবু স্বামী। নায়িকা নিশি ৭৩ নম্বরের ওই তিনতলা ভবনের দোতলার ফ্ল্যাটে একাকী থাকতেন। মান্না বিবাহিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্না নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক বলে দাবি করেছেন। অপর একটি সূত্রে জানা যায়, লাশটি উদ্ধারের পর ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বস্তির কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়। তারা আটক নিশি ও জাহেদ মান্নাকে ছেড়ে দিতে বলে। পুলিশ থানার উদ্দেশে রওনা হলে তারা একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এতে এক দারোগাসহ দুই কনস্টেবল আহত হন।
প্রসঙ্গত, এর আগেও নায়িকা নিশির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল ২০০৫ সালে। ওই সময় একই থানায় নিশির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়েছিল। ওই মামলায় নিশি গ্রেফতারও হন।

অসুস্থ মায়ের পাশে সাকিব

মায়ের অসুস্থতার খবর শুনে গত রবিবার কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মা বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এরপর অবস্থা গুরুতর হলে গত পরশু ভর্তি করা হয় এ্যাপোলো হাসপাতালে।
অসুস্থ মায়ের পাশে থাকার ইচ্ছা থাকলেও আইপিএল চলাতে গতকাল রাতেই তিনি ঢাকা ছেড়েছেন। ৪ লাখ ডলার পারিশ্রমিকে সাকিব এবারই প্রথম খেলছেন আইপিএলে। আইপিএল ছাড়াও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব। গত বছর সাকিব ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেছিলেন এই বাঁ হাতি অলরাউন্ডার।
নাইট রাইডার্সের ৮ ম্যাচের প্রথম দুটি ও শেষ দুটি খেলেননি বাংলাদেশ অধিনায়ক। মাঝের চারটিতে নিজের প্রতিভার প্রমাণ রাখে ১৫.৫৭ গড়ে ৭ উইকেট নিয়ে। শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক ম্যাচেই ২ উইকেট নেন ২১ রানে এবং অভিষেক ওভারেই উইকেট নেন সাকিব। ৪৮ ঘণ্টা পর একই দলের বিপক্ষে প্রথম তিন ওভার ছিলেন উইকেটশূন্য। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত আর হ্যাটট্রিক করতে পারেননি। পরের ম্যাচে কোচি টাস্কারের বিপক্ষে অবশ্য হ্যাটট্রিক করতে না পারলেও ২৮ রানে নেন ৩ উইকেট। চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে এসে খেঁই হারিয়ে ফেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে খড়কুঠোর মতো উড়ে গিয়েছিলেন। ওই ম্যাচে দুই-চার ও দুই ছয়ে সাকিব ২.১ ওভারে রান দিয়েছিলেন ২৯।
৪ ম্যাচে ১৪.১ ওভার বোলিং করে ৭ উইকেট নিয়েছেন ১০৯ রান খরচ করে। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার ল্যাসিথ ম্যালিঙ্গা। এরপরই রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান লিজেন্ড লেগ স্পিনার শেন ওয়ার্ন ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে। ১০ উইকেট নিয়ে এর পরপরই অবস্থান করছেন চেন্নাই সুপার কিংসের ডগ বলিঞ্জার ও নাইট রাইডার্সের বাঁ হাতি স্পিনার ইকবাল আবদুল্লাহ।

হোয়াইট হাউসের সামনে আনন্দ উল্লাস

বিজয়ের ধ্বনিতে ফেটে পড়েছে হাজার হাজার মার্কিনি। হোয়াইট হাউসের সামনে গভীর রাতে সমবেত হাজার হাজার মানুষ 'ইউএসএ' 'ইউএসএ' বলে উল্লাস করছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে হর্ষধ্বনিতে ফেটে পড়ে সবাই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘোষণা দেন। এ সময় অনেককে মার্কিন পতাকা বহন করতে দেখা যায়। তারা আকাশের দিকে পতাকা মেলে ধরছে। খবর বিবিসি, সিএনএন ও আল-জাজিরার।
লাদেনের মৃত্যুর খবর টেলিভিশনে প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে তার ভাষণের ঘোষণাটি আসে। এরপর দু-একজন করে একে একে হাজার হাজর মানুষ হোয়াইট হাউসের সামনে জড়ো হতে থাকে। হোয়াইট হাউসের সামনে উপস্থিত নিউইয়র্কের দমকল বাহিনীর কর্মী কেনেথইস্পথ জানান, 'আজ রাতে আমি আমেরিকান বলে গর্ববোধ করছি।'
লাদেনের মৃত্যুর খবর জানেন কিনা প্রশ্ন করা হলে হোটেলের ক্লার্ক বেকি গ্রেন্ট বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এমন খবর পেলাম।
পাকিস্তানে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর ইন্টারনেট ও মার্কিনিদের উল্লাসের বহিঃপ্রকাশ ঘটেছে। টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্যে আনন্দের প্রকাশ ঘটেছে।
ইয়াহু মেসেজে একজন লিখেছেন, 'অবশেষে আজ রাতে আমি ঘুমাতে যাচ্ছি। লাদেন দীর্ঘদিন লুকিয়ে ছিল। অবশেষে সে ধরা পড়েছে এবং মারা পড়েছে। আমি এ মুহূর্তে খুবই খুশি।'

ন্যাটো হামলায় গাদ্দাফির ছেলেসহ তিন নাতি নিহত

ন্যাটো বিমান বাহিনীর হামলায় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল-আরব (২৯) এবং তিন নাতি নিহত হয়েছেন। সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম রবিবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
লিবিয়া সংকট সমাধানে গাদ্দাফির দেওয়া আলোচনার প্রস্তাব ন্যাটো ও বিদ্রোহী বাহিনী নাকচ করে দেওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটল। এক সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহিম সাইফের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার বিকালে ন্যাটো বাহিনীর এক হামলায় আল-আরব নিহত হন। সাইফ জার্মানিতে পড়াশোনা করতেন। তিনি আরও জানান, হামলার সময় গাদ্দাফি ও তার স্ত্রী বাসভবনে ছিলেন। তবে তারা অক্ষত আছেন। মুখপাত্র আরও জানান, গাদ্দাফি কোথায় আছেন গোয়েন্দারা এই তথ্য ফাঁস করে দিয়েছেন। ন্যাটো বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করলেও সাইফ আল-আরবের নিহত হওয়ার ব্যাপারে কিছু জানায়নি। এর আগে রাজধানী ত্রিপোলিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, তারা গাদ্দাফির বাসভবন বাব-আল-আজিজিয়ার আশপাশের এলাকায় শনিবার বিকালে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফির ছেলের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্রোহীরা আধ ঘণ্টাব্যাপী তাদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গুলি ছোড়ে, রকেট নিক্ষেপ করে উল্লাস করে।
লিবিয়ায় বিদ্রোহীদের সেনা মুখপাত্র কর্নেল আহমেদ ওমর বাণী জানান, আমরা খুবই খুশি যে বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হয়েছেন। এ জন্য আমরা গুলি ছুড়ে এটা উদযাপন করছি। এর আগে মুসা সাংবাদিকদের গাদ্দাফির বিধ্বস্ত বাসভবনে নিয়ে যান। তবে এ ঘটনায়ই যে গাদ্দাফির ছেলে নিহত হয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গাদ্দাফি ন্যাটো বাহিনীর উদ্দেশে বলেন, তিনি পদত্যাগ করছেন এ রকমটি আশা করা ভুল। তিনি বলেন, 'আমার পদত্যাগের কোনো ইচ্ছা নেই। আমি লিবিয়াতেই থাকব। মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যেতে চাই।'
জাতিসংঘ কর্মী প্রত্যাহার : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কর্মরত আন্তর্জাতিক সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
ন্যাটো বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত হওয়ার পর উত্তেজিত জনতা বিদেশি দূতাবাসসহ জাতিসংঘ অফিসে হামলা চালালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসির।
এদিকে লিবিয়ায় মিশন তছনছ করার পর ব্রিটেন সরকার সে দেশে নিয়োজিত লিবিয়ান রাষ্ট্রদূতকে সে দেশ ছেড়ে যেতে বলেছে।

সাগরে ফেলে দেওয়া হলো লাশ

আল কায়দার প্রতিষ্ঠাতা ও জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে তার মরদেহ আফগানিস্তানে নিয়ে যাওয়ার পর তা সাগরে ভাসিয়ে দেওয়া হয়। মার্কিন পদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেছেন, সাগরে ভাসিয়ে দেওয়া লাশটিই কি ওসামা বিন লাদেনের নাকি অন্য কারো?

যেভাবে আল-কায়েদার শীর্ষ নেতা

পরিবারের বাইরে গিয়েই জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতায় পরিণত হন ওসামা বিন লাদেন। সৌদি আরবে ১৯৫৭ সালে তার জন্ম। ধনকুবের মুহাম্মদ বিন লাদেনের ৫০ সন্তানের একজন তিনি। ১৭ বছর বয়সে ওসামা প্রথমবারের মতো দূরসম্পর্কের এক সিরীয় বোনকে বিয়ে করেন। এরপর তিনি আরও চারটি বিয়ে করেন। তার কমপক্ষে ২৩ জন সন্তানের কথা জানা যায়। খবর রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা। মুসলমানরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদের শিকার হচ্ছে বলে বিশ্বাস করতেন ওসামা। যদিও এর আগে তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ১৯৮০ এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় অংশ নেন ওসামা।
১৯৯০ এর দশকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ছিলেন তিনি। এরপর তাকে পরিবার থেকে ত্যাজ্য করা হয়, বাতিল হয় সৌদি আরবের নাগরিকত্বও। ওই সময়ই আল-কায়েদা গঠন করেন তিনি। নব্বইয়ের দশকে তিনি আবার আফগানিস্তানে ফিরে আসেন। এখানে তালেবান শাসনের ছত্রছায়ায় বিভিন্ন ক্যাম্পে সারা বিশ্ব থেকে আসা ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যান তিনি। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলার পর আফগানিস্তানের ক্যাম্পে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অক্ষত ছিলেন ওসামা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও পেন্টাগনে হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। লাদেন এ হামলার দায় স্বীকার করেন। তিনি গোপন স্থান থেকে এক বক্তব্যে বলেন, এ হামলা তার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এরপর গত এক দশক ধরে লাদেনকে ধরতে পৃথিবীর সবচেয়ে বড় অভিযান চলেছে। ধরিয়ে দিলে আড়াই কোটি ডলার পুরস্কারের খাঁড়া মাথায় নিয়ে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে ছিলেন ওসামা।
২০০৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, লাদেনের অবস্থান ও কার্যক্রম সম্পর্কেও তাদের কাছে কোনো তথ্য নেই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পরে বিন লাদেন ও আল-কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল-জাওয়াহিরির বক্তব্যসহ ৬০টির বেশি ভিডিও প্রকাশিত হয়, যাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আরও ভয়াবহ হামলার হুমকি দেওয়া হয়।

ওসামা বিন লাদেন নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ৬২ কিলোমিটার উত্তরের আবোত্তাবাদ। রবিবার। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট। নিশ্চিত খবরের ভিত্তিতে আফগানিস্তান থেকে সামরিক হেলিকপ্টারে উড়ে এলেন মার্কিন মেরিন বাহিনীর চৌকস একদল কমান্ডো। লক্ষ্য 'যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু' আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। মুহূর্তেই সুরক্ষিত একটি ভবনের চারপাশে অবস্থান নেন তারা। এ ভবনেই পলাতক জীবন যাপন করছেন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। ততক্ষণে বিষয়টি টের পেয়ে গেছেন বিন লাদেনের অনুগত যোদ্ধারা। কিন্তু হলে কী হবে, শেষরক্ষা হয়নি। ৪০ মিনিটের ওই রুদ্ধশ্বাস অভিযানে আপ্রাণ চেষ্টা করেও বিন লাদেনকে বাঁচাতে পারেননি তারা। মার্কিন এ অভিযানে লাদেন ছাড়াও নিহত হয়েছেন তার এক ছেলেসহ তিনজন। ওয়াশিংটন বিন লাদেনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লাদেনকে হত্যার মাধ্যমে সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র বড় বিজয় অর্জন করল। বেশ কয়েক বছর ধরেই এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে আল-কায়েদা শীর্ষ নেতা বিন লাদেন পাকিস্তানের দূরবর্তী উপজাতি-অধ্যুষিত এলাকায় লুকিয়ে আছেন। আবার কখনো এমনও খবর বেরিয়েছে, আল-কায়েদার শীর্ষ এই নেতা লুকিয়ে আছেন আফগানিস্তানেরই কোনো সীমান্ত এলাকায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে সে স্থানে পাওয়া গেল, যেখান থেকে পকিস্তানের রাজধানী খুব বেশি দূরে নয়। শুধু তা-ই নয়, যে ভবনে অভিযান চালানো হয়েছে, সেটি পাকিস্তানের অন্যতম একটি সেনানিবাসের অত্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তায় আবৃত এলাকায় অবস্থিত।
আবোত্তাবাদ এলাকায় প্রায় নয় হাজার বর্গফুট জমির ওপর তিনতলা ভবন। চারদিক ১৪ ফুট উঁচু দেয়ালে ঘেরা। দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া। ইন্টারনেট বা টেলিফোন সংযোগ নেই। ওই ভবনে স্ত্রী-পরিজনসহ অবস্থান করছিলেন মার্কিন মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেন। হঠাৎই এমন খবর চলে আসে যুক্তরাষ্ট্রের কাছে। এমন খবরের ভিত্তিতে অভিযানের জন্য দ্রুত প্রস্তুত হয় আফগানিস্তানে থাকা মার্কিন বাহিনী। কিন্তু খবরটি আসলে কতটুকু নিশ্চিত সে বিষয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তারা। কারণ এর আগেও বহুবার এ ধরনের খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে তারা। নিষ্ফল হয়েছে সেসব অভিযান। বিষয়টি তারা পরিষ্কার হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর সহযোগিতায়। এরপর আর দেরি নয়। আফগানিস্তান থেকে উড়ে আসে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার। শুরু হয় রুদ্ধশ্বাস এক অভিযান। সঙ্গে ছিলেন আইএসআইয়ের কর্মকর্তারাও।
ভবনটির ওপর দিয়ে প্রথমে সামরিক হেলিকপ্টারগুলো বেশ কয়েকবার চক্কর দেয়। এর পরই সেগুলো নেমে আসে মাটিতে। অবস্থান নেয় ভবনের আশপাশে। হেলিকপ্টারগুলো থেকে বের হয়ে আসেন ১৫ থেকে ২০ জন মার্কিন সেনা। তারা ছিলেন বিভিন্ন অস্ত্রে সজ্জিত। হেলিকপ্টার থেকে প্রথম তারা কথা বলেন আশপাশে বসবাসকারী কয়েকটি বাড়ির বাসিন্দাদের সঙ্গে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের লক্ষ্যবস্তু ওই ভবন সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে তারা জানান, বাড়িটি ১৪-১৫ বছর আগে এক পশতুন নির্মাণ করেন। এখন এটি ভুতুড়ে বাড়ি বলেই তাদের কাছে পরিচিত। এখানে যারা বসবাস করেন, তারা খুব একটা বাইরে বের হন না। যা-ও দু-একজন বের হন, তারা সাধারণ মানুষের সঙ্গে মেশেন না। জানাশোনার পর্ব শেষে মার্কিন সেনারা আশপাশের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতর অবস্থান করার অনুরোধ জানান। এ সময় বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। শুরু হয় মূল অভিযান।
যে বাড়িতে বিন লাদেন অবস্থান করছিলেন, এতে প্রবেশের ফটক ছিল দুটি। চারদিক থেকে ভবনটি ঘেরাও করে ফেলা হয়। অবস্থান নেওয়া হয় দুই ফটকে, যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারেন আল-কায়েদা নেতা। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালান ভবনে অবস্থান করা তার অনুগতরা। কিন্তু প্রশিক্ষিত আর অস্ত্রসজ্জিত মার্কিন বাহিনীর সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তারা। সর্বশেষ চেষ্টা নিজের জীবন বিসর্জন দিয়ে নেতাকে বাঁচিয়ে রাখা। সে ভাবনা থেকেই, মার্কিন সেনারা যখন খুব কাছাকাছি, লড়াই করার রসদ যখন ফুরিয়ে গেছে, ঠিক তখন, বিন লাদেনকে মাঝখানে রেখে চারদিকে মানব-বর্ম রচনা করেন অনুগতরা। মানব-বর্মে অংশ নেন একজন নারীও। মার্কিন সেনারা গুলি ছুড়তে থাকে মানব-বর্ম লক্ষ্য করে। ঝাঁজরা হয়ে যায় মানব-বর্ম। লুটিয়ে পড়তে থাকেন অংশ নেওয়া ব্যক্তিরা একে একে। নিহত হন বিন লাদেনের এক ছেলে, একান্ত অনুগত ও সবচেয়ে বিশ্বস্ত এক বার্তাবাহক। নিহত হন মানব-বর্মে অংশ নেওয়া ওই নারীও। তবে তিনি বিন লাদেনের চতুর্থ স্ত্রী কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে।
রুদ্ধশ্বাস মার্কিন এ অভিযানের শেষ সময়টা পর্যন্ত বেঁচে ছিলেন বিন লাদেন। ওই সময় তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় থাকেন আল-কায়েদা নেতা। জানিয়ে দেন, 'ইসলামের শত্রু' যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ নয়। বীর কখনো আত্মসমর্পণ করে না। মৃত্যু হলে হোক। এর পরই অত্যাধুনিক অস্ত্র তাক করে বেশ কয়েকটি গুলি করা হয় বিন লাদেনের মাথায়। মাটিতে লুটিয়ে পড়েন 'যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু'। শেষ হয় বিন লাদেন উপাখ্যানের।
লাদেনের নিহত হওয়ার পর বিষয়টি হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নিহত ব্যক্তি বিন লাদেন কি না, এ জন্য করা হয় ডিএনএ পরীক্ষা।
এদিকে মার্কিন অভিযানে বিন লাদেন নিহত হয়েছেন বলে যে দাবি করেছে ওয়াশিংটন, এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি আল-কায়েদা। তাদের পক্ষ থেকে বিষয়টি স্বীকারও করা হয়নি। তবে লাদেনকে হত্যার পর তার অনুগতরা যে কোনো ধরনের ক্ষতি করতে পারে আশঙ্কায় মার্কিন নাগরিকদের চলাফেরার ওপর সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। সূত্র : রয়টার্স, বিবিসি ও দ্য গার্ডিয়ান।

Monday, May 2, 2011

ধারাবাহিক নির্মাণে

নির্মাতা পরিচয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার আত্মপ্রকাশ হয়েছে আগেই। এরই মধ্যে বেশ কয়েকটি একক নাটক নির্মাণ করেছেন তিনি। এবার একটি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 'কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজ উদ দৌলা' নামের নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও হাসান শাহরিয়ার।
নাটকটিতে সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথ পরিচালক হিসেবে থাকবেন বদরুল আনাম সৌদ। এরই মধ্যে নাটকটির বেশ কিছু পর্বের শুটিং শেষ হয়েছে। নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আরেকটি স্টুডিও থিয়েটার

১ মে ঢাকায় আরেকটি স্টুডিও থিয়েটার চালু হচ্ছে। গতি থিয়েটার ঢাকার মোহাম্মদপুরে নিজস্ব মহড়াকক্ষকে স্টুডিও থিয়েটারে রূপ দিচ্ছে। নিজস্ব লাইট, সাউন্ড, পর্দা আর দর্শক আসনের ব্যবস্থা থাকবে এই স্টুডিওতে। গতির কর্মীরা তাঁদের সৃজনশীলতা দিয়ে মহড়াকক্ষের স্বল্প পরিসরের গভীরতা কিভাবে বাড়ানো যায়, এ সম্পর্কে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছে। মে দিবস থেকে গতির স্টুডিও থিয়েটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এদিন সন্ধ্যায় বিশ্বের সব শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে গতি থিয়েটার মঞ্চায়ন করবে আশিক সুমনের নাট্যরূপ আর মণি পাহাড়ির নির্দেশনায় নাটক 'রুটি'। এতে অভিনয় করছেন তাহসিন রহমান ও আশিক সুমন। অন্যান্য মঞ্চে নাটক মঞ্চায়নের পাশাপাশি প্রতি শুক্রবার গতির বিভিন্ন প্রযোজনার প্রদর্শনী হবে এই স্টুডিও থিয়েটারে_এমনটি আশা করছেন গতির সব কর্মী।

চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় কর্মশালা

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) আয়োজনে ১৫ থেকে ২০ মে সপ্তাহব্যাপী চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে ওই কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ (চিত্রনাট্য রচনা, পরিচালনা, সম্পাদনা, চিত্রগ্রহণ) ও অভিনয়ে তাত্তি্বক ও ব্যবহারিক বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে। পাশাপাশি এফডিসির শুটিং, ডাবিং, এডিটিং ফ্লোর, কালার ল্যাবসহ বিভিন্ন অংশে চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়া সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা থাকবে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মতিন রহমান, আবদুল লতিফ বাচ্চু, এস এম মহসিন, অনুপম হায়াৎ প্রমুখ।

স্বপ্নমাখা চোখে

অঙ্কিতা শোর ক্যামেরার সামনেই কাটাতে চান পুরো জীবন। মিস ইন্ডিয়া খেতাব জেতা এই ভারতীয় সুন্দরী আপাতত মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে থিতু হতে চান বড় পর্দায়। মডেল নন, হতে চান অভিনেত্রী। বললেন, 'অভিনয় আমার প্রথম ভালোবাসা। মিস ইন্ডিয়া খেতাব জেতার আগে থেকেই আমি অভিনেত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সেই চেষ্টাকে সাফল্যে পরিণত করাটা একটু সহজ বলেই ভাবছি।'
ভাবনার কি আর শেষ আছে! সাবেক মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা চোপড়ার দোর্দণ্ড প্রতাপ দেখে মনে মনে সাহস পাচ্ছেন অঙ্কিতা। স্বপ্ন বুনে চলেছেন দিনরাত। কেবল বড় পর্দায় কাদের সঙ্গে অভিনয় করার ইচ্ছা? 'বলিউডের সব নামি তারকার সঙ্গে কাজ করতে চাই। শাহরুখ ও আমিরের সঙ্গে তো অবশ্যই। কারণ এ দুজনই আমার খুব প্রিয় অভিনেতা। আমির সাহসী অভিনেতা, চরিত্র নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। শাহরুখ সবার চেয়ে আলাদা।' শাহরুখের সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন অঙ্কিতা। আংশিক পূরণ হয়েছে বৈকি!

'অগ্নিপথে' অগ্নিকাণ্ড

এবার হৃতি্বক একা নন, দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিয়াঙ্কাও। 'অগ্নিপথ'-এর সেটে সত্যি সত্যি আগুন লেগে গেল। কারো কিছু হয়নি। তবে ছবির নায়ক হৃতি্বক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়াকে একটু ধকল পোহাতে হয়েছে। শুটিং চলছিল একটি পূজার দৃশ্যের। হাতে বিরাট এক থালায় কয়েকটি জ্বলন্ত দিয়া নিয়ে শুটিং করছিলেন হৃতি্বক, কিভাবে যেন কাত হয়ে পড়ল একটা দিয়া। গরম তেল ছিটকে পড়ল হৃতি্বকের হাতে। যন্ত্রণায় তিনি কাতরে ওঠার আগ পর্যন্ত অবশ্য কেউ বুঝতে পারেননি ঘটনা। খুব বেশি ক্ষতি হয়নি, একটু জ্বালাপোড়া আছে। একই দৃশ্যের শুটিংয়ে সেই দিয়া থেকেই আগুন লাফিয়ে উঠল প্রিয়াঙ্কার লেহেঙ্গায়। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করেছিলেন বলে রক্ষা। সবাই ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। প্রিয়াঙ্কারও ক্ষতি হয়নি, তবে লেহেঙ্গাটা পাল্টাতে হয়েছে। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। হৃতি্বকের হাতের ব্যথা সারলেই আবার শুরু হবে কাজ। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই ছবির রিমেকে কাজ করতে গিয়ে কয়েক দিন আগে আরো একবার আহত হয়েছিলেন হৃতি্বক। শুটিংসেটে অভিনেতার আহত হওয়া নাকি ছবির জন্য সুফল বয়ে আনে_বলিউডের বহুল প্রচলিত কুসংস্কারের এটি একটি। হৃতি্বকের প্রথমবার আহত হওয়া নিয়ে ছবিটির প্রযোজক করন জোহর বেশ উৎফুল্ল ছিলেন। এবার তো তাহলে করনের খুশিতে রীতিমতো আট নয়, ষোলোখানা হয়ে যাওয়ার কথা!

সালমানের প্রতিদান

সালমান খান মানেই চমক। খেয়াল-খুশির রাজা কখন কী করবেন বোঝা মুশকিল। নতুন ছবি 'রেডি'-এর গান নিয়ে তো নিজেই নেমেছিলেন মাঠে। নিজের পছন্দমতো তৈরি করিয়েছিলেন প্রতিটি গান। ছবি মুক্তি পেতে দেরি আছে। তবে এর আগেই রেডি ছবির গানের অ্যালবাম বাজারে ছাড়ছেন সল্লুবাবা। এই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে একটু অন্য রকম কিছু করবেন বলে ভাবছিলেন। পাঁচতারকা হোটেলে অনুষ্ঠান কিংবা মুম্বাইয়ের ফিল্মসিটির ছোট্ট কর্মীদের বাইসাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে শেষবেলায় এসে বরাবরের মতো এবারও পরিকল্পনা পাল্টেছেন সালমান। প্রকাশনা অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হয়েছে ফিল্মসিটিতেই। রেডি ছবির তারকা এবং কলাকুশলীদের পাশাপাশি এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মহারাষ্ট্র রান স্টুডিওর সব সরকারি কর্মচারী। কারণ? এই কর্মচারীদের শ্রম জড়িয়ে আছে প্রতিটি ছবির কাজে। কিন্তু তাঁদের কথাই মনে রাখে না কেউ। গত ২১ বছরে তাঁরা পাশে ছিলেন বলেই চলার পথটা অনেক মসৃণ হয়েছে বলে মনে করেন সালমান খান। এর প্রতিদান দিতেই সালমান তাঁদের এ সম্মান জানালেন। কেবল আমন্ত্রণই নয়, দেওয়া হয়েছে উপহারও। আর রাতে তো সবাই খাওয়াদাওয়া করেছেন সালমানের পাশে বসেই।

এবার ডাক্তার

প্রথম থেকেই চরিত্রের ভিন্নতা খুঁজছেন অভিনেত্রী রেসী। আগে কাজের মেয়ে, কলেজছাত্রী, ধনীর দুলালী, এমনকি উকিলের চরিত্রেও অভিনয় করেছিলেন। এবারই প্রথম ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত 'মানিক রতন দুই ভাই' ছবিতে একজন পোশাদার ডাক্তার হিসেবে দেখা যাবে রেসীকে।
রেসী বলেন, 'আমি সব সময় নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। দর্শকরা যেন একইভাবে আমাকে দেখতে দেখতে হাঁপিয়ে না ওঠেন।' 'মানিক রতন দুই ভাই'-এর মাধ্যমে কাজী হায়াতের ছবিতে প্রথম কাজ করতে যাচ্ছেন রেসী। তিনি বলেন, 'কাজী হায়াৎ আমার প্রিয় পরিচালকদের একজন। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। চেষ্টা করব তাঁর প্রত্যাশা অনুযায়ী অভিনয় করতে।'

এক নাটকে ১০ লাক্স সুন্দরী

২০১০-এর সেরা ১০ লাক্স সুন্দরীকে দেখা যাবে নতুন একটি ধারাবাহিক নাটকে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় 'জেনারেশন নেঙ্ট ডট' ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা। পরিচালক জানিয়েছেন, লাক্স সুন্দরী রাখি, নিশা, মৌসুমী, মাসিয়াত, দীপালি, টয়া আর অরিনের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। অন্যরাও এ নাটকে অভিনয় করবেন। এ ছাড়া এ নাটকে ২০০৯-এর লাক্স সুন্দরী ইশানা ও তাসিনও অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ওয়াসিম খান, রওনক হাসান, সাঈদ বাবু, টিনু করিম, আসাদ প্রমুখ। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীদের জীবনের নানা ঘটনা ও অঘটন নিয়েই এ নাটকের গল্প। ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবে।
নাটকটি বাংলাভিশনে সপ্তাহে তিন দিন প্রচার করা হবে।

মনেপ্রাণে ভারতীয়

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন ইস্যুতে নিজেকে বিতর্কিত করেছেন ইয়ানা গুপ্তা। সম্প্রতি নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ভারতীয় বংশোদ্ভূত চেক প্রজাতন্ত্রের আবেদনময়ী এই আইটেম গার্ল। এ প্রসঙ্গে ইয়ানা বলেছেন, জন্মসূত্রে না হলেও মনেপ্রাণে আমি ভারতীয়। এদেশের সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিশে গেছি। তাছাড়া ক্যারিয়ারের স্বর্ণযুগটা পার করছি বলিউডেই।

আফ্রিদির জয়গান

নিজেদের মাটিতে খেলতে না পারা, অন্তর্কলহ এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনায় সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেট। তার পরও আফ্রিদির নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত লড়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জয়ও নিশ্চিত করেছে পাকিস্তান। এতে নতুন করে আশার আলো দেখছেন দেশটির ক্রিকেটবোদ্ধারা। পাশাপাশি মিডিয়ায় চলছে আফ্রিদির জয়গান।

রাজধানীতে দুই ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

রাজধানীর কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালানোর সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম কাজী শফিকুর রহমান (৩০) ও মোহাম্মদ স্বপন (৩২)। শফিকুর ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) বলে জানা গেছে। গতকাল বিকালে দক্ষিণ দনিয়ার সওদাগরবাড়ি মোড়ে হলুদ-মরিচ ভাঙানোর একাধিক কারখানায় অভিযানের নামে টাকা নিতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুরের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাতে তার নামসহ ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) পদবি উল্লেখ আছে। তারা বেশ কিছুদিন ধরে এ এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।

Sunday, May 1, 2011

NEW WAY TO EARN MONEY IN ONLINE

SIGN UP LINK : http://www.sitetalk.com/boundola100

www.sitetalk.com – it’s like face book, twitter. Also include site talk messenger.
www.sitetalkmail.com – it’s like yahoo, gmail.
www.sitetalkmall.com – it’s web shop / online shopping mall. Here 4000brand product
include worldwide.
www.sitetalktravel.com – it’s worldwide traveling way.
www.sitetalkcare.com – it’s link redcrient society.
www.oxfordprograme.co.uk – it’s online line based education way for worldwide.
Also searing sitetalk sim, sitetalk insurance and sitetalk real-estate.
www.presidentclub.biz – it’s our personal webenar here all information include
sitetalk and unaico.
www.unaico.com – it’s our main company website. When u sitetalk include in any link
then here open ur back office.
www.mysitecost.com – here uses every website value.
www.alexa.com – here u see every website ranking , so searching every website and
decision make. So that earn more money within 2 years million.
 
 BY BOUNDOLA


Sitetalk as like facebook. Online social network service, but these two sites have big difference. The difference is sitetalk give us online money earning support to build up our won career. 
Granted earn money for this site.

So friends lets start earning on http://www.Sitetalk.com/boundola100

Detail: http://www.mediafire.com/?ihqm1ucf3t930cx
             http://www.mediafire.com/?7pacyr48nanb4vj

any question or information in sitetalk. Call Bengali leaders
Hot Line no-  +8801922264747
            boundola@gmail.com

যৌন নির্যাতনের অভিযোগ...

বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের আলোচিত নায়িকা মীরা। সম্প্রতি এ অভিযোগ এনে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। এতে তিনি বলেন, 'মহেশ ভাট তার ছবিতে আমাকে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়ে পাকিস্তান থেকে ডেকে এনেছেন। লিখিত চুক্তি হওয়ার আগেই এখন তিনি আমাকে তার ছবি থেকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নিতে চাইছেন। এর প্রতিবাদ করলে তিনি আমাকে মুম্বাইয়ের একটি হোটেলে আসতে বলেন। হোটেলে গেলে তিনি দরজা বন্ধ করে আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। জোরপূর্বক আমার ওপর যৌন নির্যাতন চালান। এছাড়া আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। আমাকে ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দেন। আমাকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকেন। কিন্তু সত্যটা কেউ জানতে পারেন না। আজ আমি সত্য জানাতে এসেছি।' কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে ফেলেন। মহেশ ভাটের বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিন্তু এসব বিষয়ে কখনোই মাথা ঘামান না তিনি।

মাত্র এক রাত

৭ বছরের প্রেম শেষে বিয়ে করতে যাচ্ছেন কায়রা নাইটলে। আর মাত্র একটি রাত। তারপরই কুমারিত্বকে বিদায় জানাবেন। তাই এই রাতটি তার কাছে বিশেষ গুরুত্ব পেল। গুরুত্বপূর্ণ রাতেই ঘটে গেল এক অঘটন। সেটা কি? জানা যাবে আগামী ৫ জুন। এদিন মুক্তি পাবে মেসি তাজেদিন পরিচালিত ছবি 'লাস্ট নাইট'। এই ছবির মাধ্যমে অনেকদিন পর পর্দায় আসছেন কায়রা। তাই কায়রা ভক্তদের জন্য বিরাট সুখবর এটি। ছবিতে কায়রার বিপরীতে অভিনয় করেছেন স্যাম ওর্থথিংটন। আরও আছেন এভা মেন্ডেস, গুলিয়ামু কানেট প্রমুখ। ছবিটি নাটকীয় গল্পের, তবে রোমান্টিক।

রুপকথার বিয়ে


পৃথিবীতে নাকি রূপকথার মৃত্যু হয়েছে। ধুলোয় মিশে গেছে

আবেগ, রোমান্স আর প্রণয়কথন। শেষবার পৃথিবী তা দেখেছিল চার্লস ও ডায়ানার বিয়ের দিন। আর প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সঙ্গে সঙ্গে প্যারিসে সেই রূপকথারও অকাল মৃত্যু হয়েছিল। কেউ কি ভেবেছিল ৩০ বছর পর আবার সেই রূপকথা ফিরে আসবে? তাও আবার ডায়ানারই ছেলে উইলিয়াম আর সাধারণ ঘরের মেয়ে কেটের বিয়েতে। ২৯ এপ্রিল গোটা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখল ভালোবাসার দুর্বার শক্তিতে অতি সাধারণ কেট কিভাবে হয়ে ওঠলো ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী প্রিন্স

উইলিয়ামের ঘরণী। ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ঘোটা বিশ্ব

অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে ভালোবাসার বন্যায় ভেসেছে লন্ডন। এমন রূপকথার দেখা সচরাচর মেলে না। আর এ জন্যই তা এত দুর্লভ। চার্লস-ডায়ানার মতো আর একটি রূপকথার অমর চরিত্র হয়ে সবার সামনে ধরা দিলেন উইলিয়াম ও কেট।

তোমাকে অপূর্ব দেখাচ্ছে

প্রিন্স সবার আগেই চলে এসেছেন। একে একে আসেন অন্যরাও। তবুও তার দেখা নেই। উইলিয়ামকে বেশ কিছুসময় অপেক্ষা করিয়ে সব শেষে এলেন কনে কেট। বিয়ের পোশাক পরে ওয়েস্টসমিনিস্টার অ্যাবের সামনে গাড়ি থেকে নামলেন কেট। ততক্ষণে ফিস্ফাস গুঞ্জন শুরু হয়ে গেছে। ভাবিকে দেখে উচ্ছ্বসিত হ্যারি বড় ভাইকে বললেন, 'সে এসে গেছে।' উইলিয়ামের পাশে এসে দাঁড়ালেন কেট। তার দিকে এক ঝলক তাকিয়ে কেটের কানে কানে উইলিয়াম বললেন, 'তোমাকে অপূর্ব দেখাচ্ছে।'

বেয়াড়া ঘোড়া
রাজসিক ঘোড়ার গাড়িতে তখন প্রাসাদে যাচ্ছেন নবদম্পতি। সামনে-পেছনে সারিবদ্ধ অশ্বারোহী। রাস্তার দু'ধারে হাজার মানুষের আকাশ ফাটানো চিৎকারে এক কালো ঘোড়ার মেজাজ গেল বিগড়ে। লাফিয়ে উঠে পিঠ থেকে ফেলেই দিল আরোহীকে। তাকে ধরে বাগে আনার চেষ্টা করলেন ওই ভূপতিত রক্ষী। লাভ হলো না। নবদম্পতির গাড়িকে পেরিয়ে ঘোড়া দিল দৌড়। গোটা সময়টায় হতভম্ব কেটকে সামলালেন।

পথ দেখায়...
মাকে স্মরণ করেই নিজের নতুন জীবনের পথ চলা শুরু করলেন রাজপুত্র উইলিয়াম। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিয়ের প্রথা শুরু হয় ডায়নাকে শ্রদ্ধা জানিয়ে। উইলিয়ামের নিজের পছন্দ করা রাগবি দলের 'অ্যানথেম'-এর কথা দিয়েই এদিন ডায়ানাকে স্মরণ করে ব্রিটেন। সজল চোখে উইলিয়াম গেয়ে ওঠেন 'আমার পথ দেখায় তোমারই কথা...'

মহাকাশ থেকে শুভেচ্ছা
উইলিয়াম আর কেটের বিয়েকে ঘিরে উৎসাহ শুধু পৃথিবীর গণ্ডিতেই আবদ্ধ নেই, শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে সুদূর মহাকাশ থেকেও। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নভোচারীরা।

গুগলেও বিয়ে
উইলিয়াম এবং কেটের বিয়ে নিয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত বিশ্ববাসী তার আঁচ এদিন পাওয়া যায় গুগল দেখেই। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তথ্য অনুসন্ধান ওয়েবসাইটটি এদিন বিয়ে উপলক্ষে বিশেষ চিত্র বা 'ডুডুল' দিয়ে সাজিয়েছিল নিজেদের সাইটটি। কোনো বিয়ে উপলক্ষে এই সাজ এবারই প্রথম।

গাড়ি কাহিনী
মোটরগাড়িতে যাওয়া, ঘোড়ার গাড়িতে ফেরা। রাজপরিবারের বিয়ের গাড়ি কাহিনীটি বেশ মজাদার। বিয়ের পর চার ঘোড়ায় টানা যে ল্যান্ডোগাড়িতে কেট-উইলিয়াম প্রাসাদের পথ ধরলেন, সেটি কিন্তু ১৯০২ সালের সৃষ্টি। বিয়ের পর এই গাড়িতেই প্রাসাদে ফিরেছিলেন উইলিয়ামের বাবা-মা।

এবং বিপত্তি
কেট-উইলিয়ামের বিয়ের দিন ৪৩ জনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। শান্তি ভঙ্গ, মাতলামি, চুরি, নিগ্রহ এমন নানা অভিযোগে ধরা হয়েছে তাদের। এমনিতেই শহরে চূড়ান্ত সতর্কতা জারি ছিল। সব মসৃণভাবে যাতে হয়, সেটা তো দেখতে হবে! আবার রাজপরিবারের বিয়ের কিছু 'প্রতিবাদী'ও জড়ো হচ্ছিলেন লন্ডনে। পুলিশ অবস্থা সামলেছে। দু'জন প্রতিবাদীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে তারা।

আনন্দের ফোয়ারা
গ্রামের মেয়ের বিয়ে। তাও আবার রাজবাড়িতে। এর চেয়ে আনন্দের কিছু হয় নাকি? তাই গোটা বাকলবারি গ্রামই যেন উত্তাল হয়ে গেল কেট মিডলটনের বিয়েতে। শত শত মানুষ কাজকর্ম ভুলে পড়ে রইল শহরতলি বাকলবারির এক বিশাল সবুজ মাঠে। সেই মাঠের এক প্রান্তে টাঙানো মস্ত টিভি পর্দায় তাদের চোখ তখন মুগ্ধ এবং অপলক। তাদের গ্রামের মেয়ে কেট যে সেখানে পর্দাজুড়ে নতুন জীবনের প্রবেশপথে। হ্যাঁ, এই বাকলবারি গ্রামেরই মেয়ে রাজকন্যা কেট। এ কারণেই গ্রামের মানুষের ঢল নামে এদিন বাকলবাড়িতে। কেটের গ্রামের মানুষজনের এ আনন্দ যদি দেখতেন কেট!

উইলিয়াম ও কেটের নয়া উপাধি
বিয়ের পর নতুন উপাধি পেলেন প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন মিডলটন। ডিউক অব কেমব্রিজ এবং ডাচেস অব কেমব্রিজ। বাকিংহাম প্যালেস সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কেবল একটি উপাধিতেই আবদ্ধ থাকছেন না প্রিন্স উইলিয়াম। ডিউক অব কেমব্রিজ ছাড়াও তার মুকুটে যুক্ত হচ্ছে আরও দুটি
নতুন পালক। আর্ল অব স্ট্র্যাথিয়ার্ন
এবং ব্যারন ক্যারিকফার্গাস।