Tuesday, May 17, 2011

শাহরুখের দল এবার পারবে তো!

তিনটি মৌসুম শেষ হয়ে গেছে আইপিএলে। 'জিতবো রে' গান গেয়ে শুরু করেছিলেন শাহরুখ খান। কিন্তু প্রথম তিনবারে জয়ের ধারে-কাছেও যেতে পারেনি তার এবং সৌরভ গাঙ্গুলির দল। অবশেষে সৌরভকে বাদ দিয়েই শাহরুখ সাজিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর অবশ্য প্রমাণ করছেন কলকাতার শ্রেষ্ঠত্ব। ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষ চারেই আছে কলকাতা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট ১৬ হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। কলকাতার সামনে একমাত্র বিপদ হতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১২। দুটি করে ম্যাচ বাকি রয়েছে এখনো। কলকাতাকে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানস এবং পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঞ্জাবের খেলা বাকি রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু এবং ডেকান চার্জার্সের সঙ্গে। যদি কলকাতা সামনের দুটি ম্যাচের যে কোনো একটিও জয় করতে পারে তবে পাঞ্জাব ভয়ের কারণ হতে পারবে না শাহরুখের দলের জন্য। কেননা নেট রান রেটে অনেক এগিয়ে আছে কলকাতা। কিন্তু যদি কলকাতা দুটি ম্যাচেই হেরে যায় এবং কিংস ইলেভেন পাঞ্জাব দুটিতে জয় পায় তবে সেমিফাইনাল এবারও খেলা হবে না কলকাতার। শাহরুখ খানের দলকে সামনে অন্তত একটি বিজয় পেতেই হবে। সেক্ষেত্রে পুনে হতে পারে তাদের সহজ টার্গেট।
শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় পাওয়ার কষ্টকরই হবে কলকাতার জন্য। বিশেষ করে গত কয়েক ম্যাচে কলকাতা নিজেদের সফলতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলেই এই ভয় দেখা দিয়েছে।

পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরা: পরি: পয়েন্ট রান রেট
বাঙ্গালুরু ১২ ৮ ৩ ১ ১৭ +০.৮৪৯
চেন্নাই ১২ ৮ ৪ ০ ১৬ +০.৫৪৪
মুম্বাই ১২ ৮ ৪ ০ ১৬ +০.২৪৫
কলকাতা ১২ ৭ ৫ ০ ১৪ +০.৪০৩
পাঞ্জাব ১২ ৬ ৬ ০ ১২ -০.১৮৩
কোচি ১৩ ৬ ৭ ০ ১২ -০.১৮৬
রাজস্থান ১৩ ৫ ৭ ১ ১১ -০.৯৬৯
পুনে ১১ ৪ ৭ ০ ৮ -০.০০৩
ডেকান ১২ ৪ ৮ ০ ৮ -০.১১৭
দিলি্ল ১২ ৪ ৮ ০ ৮ -০.৪৪৮

No comments: