Sunday, May 1, 2011

ঢাকায় আসছে আর্জেন্টিনা-নাইজেরিয়া

আর্জেন্টিনা ও নাইজেরিয়া দল ঢাকায় আসছে। আগামী সেপ্টেম্বরে কলকাতা সফর শেষে দুই দল ঢাকায় উড়ে আসবে তা অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। অর্থ মূল ফ্যাক্টর হলেও তা জোগাড় করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেক্সিমকো দুই দলের ট্যুরে পৃষ্ঠপোষকতা করবে। গতকাল ফুটবল ফেডারেশনের সঙ্গে বেক্সিমকোর চূড়ান্ত চুক্তি হয়ে গেছে। মেসিদের খেলা স্বচক্ষে ঢাকাবাসী দেখবে এরচেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।
কিন্তু প্রশ্ন উঠেছে বেক্সিমকো কোম্পানির স্পন্সরশিপ অর্থ নিয়ে। দুই দলকে আনতে প্রচুর অর্থ খরচ হবে। কিন্তু নির্দিষ্ট করে কত খরচ পড়বে তা ফেডারেশন এখনো জানাতে পারেনি। গতকাল বাফুফের সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাউদ্দিন এ ব্যাপারে কিছুই বলেননি। তবে কোনো কোনো কর্মকর্তা ধারণা করে বলেছেন ৩০ বা ৩৫ কোটি টাকা খরচ পড়বে। এর পুরোটা দেবে বেক্সিমকো কোম্পানি। দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়েছে, এটা যদি মিডিয়ার সামনে তুলে ধরা হয় তাতে ক্ষতি কি। সন্দেহটা অযথা বাফুফে সৃষ্টি করেছে। অনেকে তো বলেই ফেলেছেন দুই দলের সফরকে কেন্দ্র করে হরিলুটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

No comments: