Sunday, May 1, 2011

তিলকারত্নের মন্তব্যে ক্ষুব্ধ জয়াবর্ধনে

১৯৯২ সাল থেকে লঙ্কান ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয়ে আসছে _শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক হাসান তিলকারত্নের এমন মন্তব্যের পর নড়েচড়ে বসেছে সে দেশের ক্রিকেট বোর্ড। তবে তিলকারত্নের এমন মন্তব্যে ক্ষুব্ধ তার এক সময়ের সতীর্থ মাহেলা জয়াবর্ধনে। কোথায়, কখন কিভাবে ফিক্সিং হয়েছে তার তথ্যপ্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন মাহেলা। তিলকারত্নের বোমা ফাটানোর মতো মন্তব্যে তিনি বলেন, 'শুধুই খবর দেখেছি। আমরা অপেক্ষায় আছি, তিনি (হাসান) কি বলেন আর কি তথ্য উপাত্ত সবার সামনে তুলে ধরেন। এর আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)'র কোচ টাস্কাসের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। হাসান আরও বলেছেন, 'ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে রথি মহারথিরাও জড়িত ছিলেন।' এমন মন্তব্যে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) যেন মাথা খারাপ হওয়ার জোগাড়। তাই অভিযোগের বিষয়ে আলোচনা করতে গতকাল বিশেষ সভার আয়োজন করেছিল বোর্ড কর্মকর্তারা।

No comments: