মার্কিন পত্রিকা ফোর্বসের তালিকা মতে বিশ্বের ধনী ব্যক্তিদের প্রথম ১০ জনের মধ্যেই দুইজন ভারতীয়। এ ছাড়াও প্রথম একশতে আছেন উইপ্রোর প্রধান আজিম প্রেমজী, এসার গোষ্ঠীর মালিক শশী ও রবি রুইয়া, রিলায়েন্স কোম্পানির কর্ণধার অনিল আম্বানির মতো ভারতীয় শিল্পপতিরা। এরই পাশাপাশি ভারতের শিল্প, চলচ্চিত্র ও ক্রীড়া জগতের নামি তারকারাও তাদের বিশাল সম্পদ বাড়িয়ে চলেছেন। এই অর্থ তারা কখনও বিলাস-ব্যাসনে, কখনও বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহার করে থাকেন। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজের মতো ক্রিকেটাররা আইপিএল এবং বিজ্ঞাপনে অংশ নিয়ে শত শত কোটি রুপি আয় করেন। এই অর্থ তারা ব্যয় করেন দামি খামার বাড়ি ও আবাসন কিংবা দামি গাড়ি কেনার পেছনে। চলচ্চিত্র জগতের নক্ষত্ররাও অনেকেই কোটিপতি। সমপ্রতি 'ভেনিজ চিকেন' নামে একটি ভারতীয় সংস্থা ইংল্যান্ডে একটি নামি ফুটবল ক্লাব কিনেছে ৩৭ কোটি ডলার দিয়ে। ভারতের মতো একটি দেশে কোটি কোটি রুপি খরচ করে ফুটবল ও চলচ্চিত্র জগতের বিদেশি তারকাদের আনা হচ্ছে বিশেষ বিনোদন অনুষ্ঠানের জন্য। ২০১০ অক্টোবরে একটি বিদেশি সংস্থা ভারতে 'বুগাত্তি ভেরণ' নামে মোটর গাড়ি বিক্রি শুরু করেছে, যার একটির দাম ১৬ কোটি রুপি। এতো দামি গাড়িরও ক্রেতার অভাব নেই ভারতে। অথচ ভারতেই ৭০ শতাংশ অর্থাৎ ৮৩ কোটির বেশি মানুষের দৈনিক আয় মাত্র ২০ রুপি।
No comments:
Post a Comment