ভারতে অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ৮০০ পাইলট গতকালও তাদের ধর্মঘট অব্যাহত রেখেছে। আর পাইলট সংকটের কারণে এ পর্যন্ত ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে দেশটির বিমান চলাচল হুমকির মুখে পড়েছে। এদিকে কাজে যোগ দেওয়ার হাইকোর্টের নির্দেশ অমান্য ধর্মঘটী নয় পাইলটকে চাকরিচ্যুত করেছে এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপনা কার্যালয়। বেতন-ভাতা বৃদ্ধি ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন পাইলটরা। ২০০৭ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়াকে একীভূত করা হয়। এর আগে শুক্রবার এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপনা কার্যালয় পাইলটদের কর্মবিরতি তুলে নিয়ে বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার আলটিমেটাম দেয়। এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে আদালতের এ নির্দেশ ও কারাদণ্ডের হুঁশিয়ারি সত্ত্বেও পাইলটদের মধ্যে কাজে ফেরার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং পাইলটদের সমিতি আইসিপিএর সভাপতি রিশাভ কাপুর বলেন, আমরা জেলেই যেতে চাই, এয়ার ইন্ডিয়ার ৩১ হাজার কর্মচারী জেলে যেতে প্রস্তুত।
No comments:
Post a Comment