চুয়াডাঙ্গার শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে কমপক্ষে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১২টার দিকে ওই স্কুলের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খেতে দেয় কর্তৃপক্ষ। ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩০ জন। তাদের বুকের ভেতর যন্ত্রণা শুরু হয়। অসুস্থদের মধ্যে সুরাইয়া (১০), শর্মিলা (১০), সাথী (১০), মিলি (১০), মরিয়ম (৮), আর্জিনা (১১), অন্তরা (১২), শুকতারা (১১), ময়ূরী (১১), দীপ্তি (৮), হৃদয় (৮), ফাহিমা (৮) ও বর্ণাকে (৮) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামরুল হুদা জানান, খালিপেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোয় তাদের বমি বমি ভাব হয়েছে। অসুস্থ ১৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ রয়েছে।
No comments:
Post a Comment