Sunday, May 1, 2011

বাংলার বাঘ ও বাঘিনীর নাম উইলিয়াম-কেট!

ব্রিটিশ রাজ পরিবারের দ্বিতীয় উত্তরাধিকারি উইলিয়াম-কেটের বিয়ে নিয়ে যখন বিশ্বে বইছে আনন্দের ঢেউ তখন ব্রাজিলের চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক জোড়া বাঘ-বাঘিনীর নাম রেখেছেন উইলিয়াম-কেট। বাস্তবে যেমন উইলিয়াম কেটের চেয়ে বয়সে ছোট তেমনই বাঘিনী কেটের চেয়ে বাঘ উইলিয়াম ছোট। তবে মজার ব্যাপার হচ্ছে এ উইলিয়াম-কেট দুটি হচ্ছে বাংলাদেশি বংশদ্ভূত রয়েল বেঙ্গল টাইগার।
খবর বাংলানিউজ টুয়েন্টি ফোর ডট কমের।
জানা গেছে, ব্রাজিলের একটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য দুটি রয়্যাল বেঙ্গল টাইগার নেওয়ার ঘোষণা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার এগুলো রাজধানী রিও ডি জেনিরোর চিড়িয়াখানায় পৌঁছাবে। আর ব্রিটিশ রাজ পরিবারের বিয়ে নিয়ে বিশ্ব জুড়ে আনন্দের ঢেউ বইয়ে যাওয়ায় এদের নাম উইলিয়াম-কেট রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাঘ উইলিয়ামের বয়স চার ও বাঘিনী কেটের পাঁচ। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আশা করছে, সেখানে যাওয়ার পর বাঘ-বাঘিনীর মিত্রতা হয়ে যাবে। ব্রাজিলের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি ৬৬ বছর ধরে চলছে। এর আয়তন প্রায় এক হাজার ৩৮ হাজার বর্গমিটার ও এর ভেতরে প্রায় দুই হাজার সরিসৃপ, স্তন্যপায়ী প্রাণী ও নানান জাতের পাখি রয়েছে।

No comments: