রাজধানীর কদমতলীতে ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালানোর সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম কাজী শফিকুর রহমান (৩০) ও মোহাম্মদ স্বপন (৩২)। শফিকুর ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) বলে জানা গেছে। গতকাল বিকালে দক্ষিণ দনিয়ার সওদাগরবাড়ি মোড়ে হলুদ-মরিচ ভাঙানোর একাধিক কারখানায় অভিযানের নামে টাকা নিতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুরের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাতে তার নামসহ ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) পদবি উল্লেখ আছে। তারা বেশ কিছুদিন ধরে এ এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুরের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাতে তার নামসহ ইসলামিক টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক (সেলস) পদবি উল্লেখ আছে। তারা বেশ কিছুদিন ধরে এ এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।
No comments:
Post a Comment