লিপস্টিক এমন এক ধরনের
প্রসাধনী, যা নারীর সৌন্দর্য বাড়াতে ঠোঁঁটে প্রয়োগ করা হয়। তবে নারীরা এখন যে লিপস্টিক ব্যবহার করেন, তার ইতিহাস কিন্তু বহু পুরনো। গবেষকরা অনেকটাই নিশ্চিত হয়েছেন, প্রাচীন সিন্ধু সভ্যতায় নারীরা প্রথম মুখের সৌন্দর্য বাড়াতে ঠোঁটে লিপস্টিক ব্যবহার শুরু করে। প্রাচীন মিসরীয়রা সামুদ্রিক আগাছা থেকে উৎপন্ন লাল রঙের এক ধরনের পদার্থের সঙ্গে ০.০১ শতাংশ আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এমন এক রঞ্জক পদার্থ তৈরি করতেন, যা লিপস্টিক হিসেবে ব্যবহৃত হতো। মজার ব্যাপার হলো, রানী ক্লিউপেট্রা যে লিপস্টিক ব্যবহার করতেন, তা তৈরি করা হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে। ফলে তার ঠোঁটে গাঢ় লাল আভা ফুটে উঠত। এছাড়া বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো পিঁপড়া।
প্রসাধনী, যা নারীর সৌন্দর্য বাড়াতে ঠোঁঁটে প্রয়োগ করা হয়। তবে নারীরা এখন যে লিপস্টিক ব্যবহার করেন, তার ইতিহাস কিন্তু বহু পুরনো। গবেষকরা অনেকটাই নিশ্চিত হয়েছেন, প্রাচীন সিন্ধু সভ্যতায় নারীরা প্রথম মুখের সৌন্দর্য বাড়াতে ঠোঁটে লিপস্টিক ব্যবহার শুরু করে। প্রাচীন মিসরীয়রা সামুদ্রিক আগাছা থেকে উৎপন্ন লাল রঙের এক ধরনের পদার্থের সঙ্গে ০.০১ শতাংশ আয়োডিন এবং কিছু ব্রোমিন মিশিয়ে এমন এক রঞ্জক পদার্থ তৈরি করতেন, যা লিপস্টিক হিসেবে ব্যবহৃত হতো। মজার ব্যাপার হলো, রানী ক্লিউপেট্রা যে লিপস্টিক ব্যবহার করতেন, তা তৈরি করা হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে। ফলে তার ঠোঁটে গাঢ় লাল আভা ফুটে উঠত। এছাড়া বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হতো পিঁপড়া।
No comments:
Post a Comment