সত্যি! ভালোবাসা বাধ মানে না। একটি প্রেমপত্র ৫৩ বছর পরও ঠিকানা খুঁজে পেল। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কলেজপড়ুয়া এক যুবককে তার বান্ধবী প্রেমপত্র লিখেছিল। গত ৭ জুলাই ২০১১ চিঠিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পত্র কক্ষে পেঁৗছে। চিঠিটি ১৯৫৮ সালের ২০ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। প্রেমিকা ভনি চিঠিতে লিখেছিলেন, 'ভালোবাসা চিরকালের'। প্রেমিকের নাম ক্লার্ক সি মুর। তবে নাম পরিবর্তনের কারণে বর্তমানে তিনি মুহাম্মদ সিদ্দিক নামে পরিচিত। আর এ কারণেই প্রেমের এমন ভোগান্তি। মজার বিষয় হলো, সিদ্দিক-ভনি বিয়ে করেন, তাদের চার ছেলেমেয়ে রয়েছে; তবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এক বন্ধু টিভিতে এ চিঠির খবর পেয়ে সিদ্দিককে জানান। ৭৪ বছর বয়সী সিদ্দিক এ খবর জানতে পেরে উল্লসিত হন এবং চিঠি পড়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। পরে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করেন। সিদ্দিক বলেন, তখন আবেগ ছিল; চিঠি লেনদেনের মজাই ছিল আলাদা। তবে এখনকার ই-মেইলের মতো নয় বলে মন্তব্য করেন তিনি।
No comments:
Post a Comment